ইতিহাসের ক্রমবিকাশ 


      ২০০০ বছর আগেই সিনচিয়াং চীনের ঐক্যবদ্ধ বহুজাতিক দেশের এক অংশ ছিলো । খৃষ্টপূর্ব ৬০ সালে হান রাজবংশ সেখানে পশ্চিম অঞ্চলের রাজধানী স্থাপন করে । আজকের বাস্কাহ্রদ আর পামিল এলাকা সহ সিনচিয়াং সরাসরি সিহান রাজবংশের রাজনৈতিক ক্ষমতার নেতৃত্বাধীন । এর পরবর্তী ১০০০ বছর সময়ের মধ্যে সিনচিয়াং এলাকা বরাবরই চীনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরাধীন সম্পর্ক বজায় রেখে আসছে ।কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্থা সিনচিয়াংয়ের স্থানীয় ব্যাপারাদির দায়িত্ব বহন করে ।

   আজ থেকে ৩০০ বছর আগেকার ছিংরাজবংশের শাসনামলে কেন্দ্রীয় সরকার সিনচিয়াংয়ের ইলি বিভাগের হুই ইউয়ান শহরে ইলি জেনারেলের পদের মাধ্যমে গোটা সিনচিয়াং শাসন করতো । ১৮৮৪ সালে প্রদেশ হিসেবে সিনচিয়াং অভ্যন্তরের প্রদেশগুলোর সঙ্গে তার যোগাযোগ আরও নিবিড় করেছে ।

  ১৯৪৯ সালের সেপ্টেম্বর মাসে সিনচিয়াং তার শান্তিপূর্ণভাবে মুক্তির কথা ঘোষনা করে । একই সালের পয়লা অক্টোবর চীন গন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । অন্যান্য প্রদেশের মতো সিনচিয়াং চীনের স্বায়ত্তশাসিত ক্ষমতা সম্পন্ন প্রদেশ পর্যায়ের এক প্রশাসনিক এলাকায় পরিনত হয় ।