ভৌগলিক অবস্থা 

 

সিনচিয়াংএশিয়ার হিন্টারল্যান্ডে থাকে । উত্তর দিক থেকেদক্ষিণ দিক পর্যন্ত যথাক্রমেআলতাই শান পাহাড়, থিয়েনশান পাহাড়,আর খুনলুনশান পাহাড় বিন্যস্ত । পর্বতমালার মধ্যে চুনকার বেসিন আর থালিমু বেসিন অবস্থিত । লোকেরাথিয়েনশান পাহাড়ের দক্ষিনাঞ্চলকেনানচিয়াং, অর্থাত্ দক্ষিণ সিনচিয়াং ,থিয়েনশান পাহাড়ের উত্তরাঞ্চলকে বেইচিয়াং অর্থাত্ উত্তর সিনচিয়াং আর হামি ও থুলুফান বেসিনকেতুংচিয়াং অর্থাত পূর্ব-সিনচিয়াঙ বলে থাকেন । সিনচিয়াংয়ের শহর আর গ্রামাঞ্চল উভয়ই মরুদ্যানে অবস্থিত । দুটো বড় বেসিনের সীমারেখা বেয়েবিন্যস্ত একটার পর একটা মরুদ্যান মুক্তামালার মতো ঝলমল করে।

  সিনচিয়াংয়ে চীনের বৃহত্তম অভ্যন্তরীন নদী থালিমু নদী, বৃহত্তম অভ্যন্তরীন মিঠা পানি হ্রদ বাস্টান হ্রদ আর সামুদ্রিক পৃষ্ঠা থেকে নিম্নতম থুলুফান বেসিন আছে ।সিনচিয়াংয়ের আবহাওয়া আদর্শপূর্ণ খরা এলাকায় অন্তর্ভুক্ত । এর তাপমাত্রার বিরাট পার্থক্য রয়েছে, অলথাই এলাকার তাপমাত্রা চীনের নিম্নতম তাপমাত্রার রেকর্ড সৃষ্টি করেছিলো ,কিন্তু থুলুফান এলাকা দীর্ঘকাল ধরে চীনের উচ্চতম তাপমাত্রার রেকর্ড বজায় রেখেছে ।  

  চীনের দুই-তৃতীয়াংশের মরুভূমি সিনচিয়াংয়ে থাকে , এর মধ্যে তাকলামাগান মরুভূমির আয়তন ৩ লক্ষ ৩০হাজার বর্গকিলোমিটার । তাকলামাগান চীনের বৃহত্তম মরুভূমি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলমান-মরুভূমি । চুনকার বেসিনের খুলবানথুংকুত মরুভূমির আয়তন ৪৮ হাজার বর্গকিলোমিটার । এ হলো চীনের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি । সিনচিয়াংয়ের মরুভূমি প্রচুর তেল ও গ্যাস সম্পদ আর খনিজপদার্থ সম্পদে সমৃদ্ধ । 

  চীনের দুই-তৃতীয়াংশের মরুভূমি সিনচিয়াংয়ে থাকে , এর মধ্যে তাকলামাগান মরুভূমির আয়তন ৩ লক্ষ ৩০হাজার বর্গকিলোমিটার । তাকলামাগান চীনের বৃহত্তম মরুভূমি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলমান-মরুভূমি । চুনকার বেসিনের খুলবানথুংকুত মরুভূমির আয়তন ৪৮ হাজার বর্গকিলোমিটার । এ হলো চীনের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি । সিনচিয়াংয়ের মরুভূমি প্রচুর তেল ও গ্যাস সম্পদ আর খনিজপদার্থ সম্পদে সমৃদ্ধ । 

(ম্যাপ:খানাসের শরত্কালের দৃশ্য)