সিনচিয়াং উইগুরস্বায়ত্তশাসিত অঞ্চলকে সংক্ষেপেসিনচিয়াং বলা হয়। সিনচিয়াং চীনের উত্তর পশ্চিম এবংইউরোপ-এশিয়া মহাদেশেরকেন্দ্রস্থলে অবস্থিত । সিনচিয়াংয়ের আয়তন১৬ লক্ষ ৬০ হাজার বর্গকিলোমিটার । আয়তনের দিক থেকে সিনচিয়াং চীনের এক বৃহত্তম প্রদেশ । সিনচিয়াংয়েরপশ্চিম আর উত্তর৮ টি দেশের সঙ্গেসংলগ্ন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যথাক্রমে মঙ্গোলিয়া , রাশিয়া ফেডারেল, কাজাকিস্তান , কিরগিজিস্তান , তাজিকিস্তান , অফগানিস্তান , পাকিস্তান আর ভারতের সঙ্গে সংলগ্ন। সীমান্ত রেখা ৫৪০০ কিলোমিটার । সীমান্ত রেখার দিক থেকে এই প্রদেশ চীনের দীর্ঘতম ও সবচেয়ে বেশী বৈদেশিক বন্দর সম্পন্ন এক প্রদেশ ।