জাতিসত্তা


  
  তাইওয়ান হলো এক বহু-জাতি অধ্যুষিত অঞ্চল। এখানে হান(যাদের মাতৃভাষা চীনা) , মঙ্গোলীয়, হুই( চীনা ভাষাভাষী মুসলমান), মিয়াও, কাওশান প্রভৃতি জাতির লোক বসবাস করে । তাদের মধ্যে ৯৭ শতাংশই হান জাতি। হান জাতির লোকদের মধ্যে দক্ষিণ ফুচিয়েনের অধিবাসীদের বংশধর এবং দক্ষিণ চীনের হাক্কাদের সংখ্যা সবচেয়ে বেশি । ফুচিয়েন প্রদেশের দক্ষিণ অঞ্চলের ছুয়েনচৌ এবং চাংচৌ এলাকার অধিবাসীদের বংশধর তাইওয়ানে সবচেয়ে বেশি । তাইওয়ানের হাক্কা লোক প্রধানত কুয়াংতোং প্রদেশের মেইচৌ এবং ছাওচৌ এলাকার অধিবাসীদের বংশধর। 

  কাওশান জাতি হলো তাইওয়ানের প্রধান সংখ্যালঘু জাতি। তাইওয়ানের সংখ্যালঘু কাওশান জাতির উত্পত্তি সম্পর্কে নানা ধারণা প্রচলিত । অধিক থেকে অধিকতর গবেষণাকারীরা লক্ষ্য করেছেন, তাইওয়ানের কাওশান জাতির পুর্বপুরুষ চীনের মূলভুখণ্ড থেকে তাইওয়ানে স্থানান্তরিত হয়েছেন। তাইওয়ানের কাওশান জাতির লোকেরা আবার সমতল ভূমির কাওশান জাতি এবং পার্বত্য এলাকার কাওশান জাতি --এই দুই সম্প্রদায়ে বিভক্ত । কাওশান জাতির লোকসংখ্যা ক্রমেই বাড়ছে , ২০০১ সালে তাইওয়ানের কাওশান জাতির মোট লোকসংখ্যা বেড়ে ৪ লক্ষ ১৫ হাজারে দাঁড়িয়েছে । 

  কাওশান জাতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে : আমেই, থাইইয়া, ফাইওয়ান, বুনং, বিনান, লুকাই , জৌ, ইয়ামেই , সাইসিয়া এবং শাও প্রভৃতি উপজাতি।