লোকসংখ্যা


  তাইওয়ান অঞ্চলে লোকসংখ্যা বেশি ,কিন্তু জমি কম এটা ঘন বসতিপূর্ণ অঞ্চল। ২০০১ সাল নাগাদ তাইওয়ানের মোট লোকসংখ্যা ২ কোটি ২৪ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারে থাকে ৬১৯ জন লোক।

  তাইওয়ানের লোকসংখ্যার কাঠামোয় বৃদ্ধবৃদ্ধাদের সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়ার এক প্রবণতা দেখা দিচ্ছে। ২০০১ সালের শেষ নাগাদ ১৪ বছর পর্যন্ত শিশুদের সংখ্যা কমে গিয়ে তাইওয়ানের মোট লোকসংখ্যার ২৫.৮ শতাংশ হয়েছে, ১৫ থেকে ৬৪ বছর বয়সের লোকসংখ্যা বেড়ে মোট লোকসংখ্যার ৬৭.৪ শতাংশ হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সের লোকদের সংখ্যা বেড়ে মোট লোকসংখ্যার ৬.৮ শতাংশ হয়েছে । 

  তাইওয়ানের লোকসংখ্যার বিন্যাসের ভারসাম্য নেই । তাইওয়ানের তিন ভাগের এক ভাগ হলো ১০০০ মিটারের চেয়ে উঁচু পাহাড়ী অঞ্চল, সেখানে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ২০ জন বসবাস করে। পক্ষান্তরে শহরাঞ্চলে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ৪৮ হাজারেরও বেশি লোক। বিশেষ করে থাইপেই , কাওসিয়ং, থাইচোং , চিলোং, সিনচু, চিয়াঈ এবং থাইনান শহরে প্রচুর লোকসংখ্যা কেন্দ্রীভূত হয় । এই ৭টি শহরের আয়তন তাইওয়ানের মোট আয়তনের ২.৯ শতাংশ , কিন্তু সেখানে লোকসংখ্যা তাইওয়ানের মোট লোকসংখ্যার ৩১ শতাংশ।

  তাইওয়ানের লোকসংখ্যা নীতিও সামাজিক ও অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিবর্তিত হয় । ১৯৬৫ সাল থেকে তাইওয়ানে পরিবার পরিকল্পনা প্রবর্তিত হচ্ছে, এর অন্তর্ভুক্ত রয়েছে প্রধানত তরুণতরুণীদের বিয়ের বয়স , প্রসবের বয়স ইত্যাদি সীমাবদ্ধ করার ব্যবস্থা । এক দম্পতির “ এক সন্তান কম নয় , দুই সন্তান আদর্শ” --এমন নীতি চালু হয় । তার পর তাইওয়ানের প্রসবের উপযোগী বয়সের নারীদের প্রসবের হার ক্রমেই কমে যায়, তা লোকসংখ্যা বৃদ্ধির গতির ক্রমহ্রাসে নির্দিষ্ট ভূমিকা পালন করেছে । কিন্তু লোকসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ার ফলে লোকসংখ্যার মধ্যে বৃদ্ধবৃদ্ধাদের অনুপাত বৃদ্ধি এবং নতুন শ্রমশক্তির অভাব ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে। তাই তাইওয়ান কর্তৃপক্ষ ১৯৯০ সালে সংশোধিত “ লোকসংখ্যা নীতির কর্মসূচিতে” এমন শ্লোগান উত্থাপন করেছে যে, “ দুটো সন্তান আদর্শ, তবে তিনটাও বেশি নয়” । সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান কর্তৃপক্ষ শিশু জন্মের জন্য উত্সাহ দেয়ার নীতি গ্রহণ করেছে ।