লোকসংখ্যার অবস্থা


      বিশ্বে চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশি ,২০০২ সালের শেষ দিকে চীনের মোট লোকসংখ্যা ছিলো ১২৮ কোটি ৪৫ লক্ষ ৩০ হাজার ।(এতে হংকং বিশেষ প্রশাসনিকএলাকা,ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকা আর তাইওয়ান প্রদেশ অন্তর্ভুক্ত করা হয়নি ),এই সংখ্যা বিশ্বের মোট লোকসংখ্যার এক-পঞ্চমাংশ । বিশ্বে যে দেশগুলোর লোকসংখ্যার ঘনত্ব অপেক্ষাকৃত বেশি চীন তার অন্যতম ।(লোকসংখ্যার গড়ঘনত্ব হলো বর্গকিলোমিটারে ১৩৫জন)চীনের লোকসংখ্যার বিন্যাস অসমান ,পূর্বচীনে বেশি আর পশ্চিম চীনে কম। পূর্বউপকূলীয় অঞ্চলে লোকসংখ্যার ঘনত্ব বেশি । প্রতি কিলোমিটারে রয়েছে ৪০০জন । মধ্য এলাকায় প্রতি বর্গকিলোমিটারে২০০ জন;পশ্চিম এলাকার মালভূমিতে লোকসংখ্যা অত্যন্ত কম । এক বর্গকিলোমিটারে ১০জনেরও কম । বর্তমানে চীনে আনুমানিক গড় আয়ু ৭১.৪০ বছরে উন্নীত হয়েছে (এর মধ্যেপুরুষের গড় আয়ু হলো ৬৯.৬৩ বছর আর নারীদের হলো ৭৩.৩৩ বছর)এটা বিশ্বের গড় আয়ুর চেয়ে পাঁচ বছর বেশি । উন্নয়নমুখী দেশ আর অঞ্চলের চেয়ে ৭ বছর বেশি । কিন্তু শিল্পোন্নত দেশ আর অঞ্চলের চেয়ে পাঁচ বছর কম ।

 

        ২০০২ সাল থেকে চীনের লোকসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে থাকে । ২০০২ সালের শেষ দিকে মূলভূভাগের মোট লোকসংখ্যা ছিলো ১২৮ কোটি ৪৫ লক্ষ ৩০ হাজার । এর মধ্যে শহরাঞ্চলের লোকসংখ্যা ছিলো ৫০ কোটি ২১ লক্ষ ২০ হাজার , এটা মোট লোকসংখ্যার ৩৯.১ শতাংশ ; গ্রামাঞ্চলের লোকসংখ্যা ছিলো ৭৮ কোটি ২৪ লক্ষ ১০ হাজার , যা মোট লোকসংখ্যার ৬০.৯ শতাংশ । সারা চীনের পুরুষের সংখ্যা ৬৬ কোটি ১১ লক্ষ ৫০ হাজার আর নারীর সংখ্যা ৬২ কোটি ৩৩ লক্ষ ৮০ হাজার । ০-১৪ বছর বয়সী লোকের অনুপাত ২২.৪শতাংশ , ১৫-৬৪ বছর বয়সী লোকের অনুপাত ৭০.৩ শতাংশ , ৬৫ সহ এর উপরের বৃদ্ধ-বৃদ্ধার অনুপাত ৭.৩ শতাংশ । এই লোকসংখ্যা ৯ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার । এক বছরে চীনে ১ কোটি ৬৪ লক্ষ ৭০ হাজার শিশুর জন্ম হয় । জন্মহার হাজারে ১২.৮৬ ; মৃত্যুর সংখ্যা ৮২ লক্ষ ১০ হাজার , মৃত্যুহার হাজারে ৬.৪১ । এক বছরে ৮২ লক্ষ ৬০ হাজার লোক বেড়েছে , প্রাকৃতিক বৃদ্ধির হার হল হাজারে ৬.৪৫ ।