বায়ু-শক্তি, পানি-শক্তি,সৌরশক্তি সম্পদ


       চীনের বিশাল ভূভাগে নদনদী বেশি , চীনের পানি শক্তিসম্পদ অত্যন্ত সমৃদ্ধি । পরিসংখ্যান অনুযায়ী চীনের নদীর পানি শক্তিসম্পদের মজুদ-পরিমান ৬৮ কোটি কিলোওয়াট,বার্ষিক বিদ্যুত উত্পাদন পরিমান ৫৯২০বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা,৩৭。৮ কোটি কিলোওয়াটের বিদ্যুত উত্পাদন করতে সক্ষম পানি শক্তিসম্পদ উন্নয়ন করা যায়,এর বার্ষিক বিদ্যুত উত্পাদন পরিমান ১৯২০ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা । পানি শক্তিসম্পদের মজুদ পরিমান এবং এর উন্নয়ন করা যায় এমন পানি শক্তিসম্পদ বিশ্বে চীনের স্থান প্রথম ।

      চীনের ১০মিটার উচু পর্যায়ের বায়ু-শক্তির মোট মজুদ-পরিমান হলো ৩২২.৬ কোটি কিলোওয়াট,স্থল ভূভাগে আসলে উন্নয়ন করা যায় এমন বায়ু-শক্তির মজুদ-পরিমান হলো ২৫.৩ কিলোওয়াট । নিকটবর্তীসমুদ্রের(পানির গভীরতা ১৫ মিটারের চেয়ে বেশি)বায়ু শক্তিসম্পদ স্থলভূভাগেরতিন গুন অর্থাত৭৫ কোটি কিলোওয়াট । চীনের বায়ু শক্তি সমৃদ্ধ এলাকাপ্রধানত উত্তর-পশ্চিম,উত্তরচীন আর পূর্ব চীনের তৃণভূমি বা গোবি মরুভূমিতে এবং পূর্ব চীন আর দক্ষিণ-পূর্বের উপকূলীয় এলাকা ও দ্বীপে বিন্যাস্ত । উপরোল্লেখিত বায়ু শক্তি সমৃদ্ধ এলাকায় সাধারনত প্রথানুগ শক্তির উত্পাদন নেই ,শীতকালে আর বসন্তকালে মৌসুমি বাতাস বেশি ,বৃষ্টি কম;গ্রীষ্মকালে বাতাস কম আর বৃষ্টি বেশি ,এটা পানি আর বিদ্যুতের সঙ্গে পরস্পরের পরিপূরক । তাই এটা বায়ু-চালিত বিদ্যুত উন্নয়নে উপকারহবে । ১৯৯৮ সালের শেষ দিকে চীনের মোট ২০টি বায়ু শক্তি-চালিত বিদ্যুত কেন্দ্রের মোট বিদ্যুত উত্পাদন-ক্ষমতা হলো ২.২৩৬ লক্ষ কিলোওয়াট।এখন যেমন চীনের বৃহত্তম তেমনি এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি-চালিত বিদ্যুত কেন্দ্র হলো সিনচিয়াংয়ের তাবানছেন শহরের বায়ু শক্তি-চালিত বিদ্যুত কেন্দ্র, কেন্দ্রটিতে ৩০০,৫০০ আর৬০০কিলোওয়াটের বায়ু শক্তি-চালিত বিদ্যুত উত্পাদনের ১১১টি জেনারেটিং-সেট বসানো হয়েছে । এগুলোর মোট বিদ্যুত উত্পাদন-ক্ষমতা হলো ৫৭৫০০কিলোওয়াট । বর্তমান চীনের বায়ু শক্তি-চালিত বিদ্যুত উত্পাদন ক্ষমতা কেবল উন্নয়ন করা যায় এমন বায়ু শক্তির ০.১৪ শতাংশ ,এর উজ্জ্বল ভবিষ্যত রয়েছে ।

  
      চীন সৌর শক্তিসম্পদে সমৃদ্ধ, প্রত্যেক বছর স্থলভূভাগ যে সৌর শক্তির বিকীরন শক্তি গ্রহন করে তা ২৪ হাজার বিলিয়ন টন কয়লার সমান । দুই-তৃতীয়াংশ আয়তনের ভূভাগে সৌর-শক্তির বার্ষিক বিকীরন-পরিমান ৬০০০বিলিয়ন জৌল-বর্গমিটার ছাড়িয়ে যায় ।তিব্বতের উত্তর-পশ্চিম দিকে সৌর শক্তির বিকীরন পরিমান সর্বোচ্চ ৮৪০০ বিলিয়ন জৌল বর্গমিটারে দাঁড়াতে পারে । জায়গাটি বিশ্বে সৌর শক্তিসম্পদে সবচেয়ে সমৃদ্ধি জায়গার অন্যতম । চীনের প্রথম বৃহত ক্ষমতাসম্পন্ন সৌর শক্তি-চালিত বিদ্যুত উত্পাদন কেন্দ্র অন্তমঙ্গোলিয়ার বালিন ইউছি গুলিগুথাই গ্রামে বসানো হয়েছে , এর বিদ্যুত উত্পাদন ক্ষমতা হলো ৫৬০ ওয়াট, কেন্দ্রটি ১৯৮২ সালের ১১ নভেম্বর থেকে বিদ্যুত উত্পাদন শুরু করে ।