খনিসম্পদ


     চীন খনিসম্পদে সমৃদ্ধ । যে খনিসম্পদ আবিস্কৃত হয়েছে তা প্রায় বিশ্বের মোট পরিমানের ১২শতাংশ এবং বিশ্বে তৃতীয় স্থান অধিকার করে । কিন্তু মাথাপিছু পরিমান অত্যন্ত কম ,কেবল বিশ্বের মাথাপিছু পরিমানের ৫৮ শতাংশ । এদিক থেকে বিশ্বে চীনের স্থান ৫৩তম । এপযন্ত মোট ১৭১ধরনের খনিজপদার্থ আবিস্কৃত হয়েছে ,১০ ধরনের জ্বালানি খনিজপদার্থ ,৫ধরনের লৌহঘটিত ধাতুর খনিজপদার্থ,৪১ধরনের অলৌহ ধাতুর খনিজপদার্থ ,৮ ধরনের দামী ধাতুর খনিজপদার্থ,৯১ ধরনের অধাতুর খনিজপদার্থ ,৩ ধরনের অন্যান্য বাষ্পবায়ুর খনিজপদার্থ সহ মোট১৫৮ধরনের খনিজপদার্থের মজুদ পরিমান জানা গেছে । চীন ইতিমধ্যে বিশ্বে অল্প কয়েকটি দেশের মধ্যে অন্যতম যে দেশ খনিসম্পদে সমৃদ্ধ , তার খনিজপদার্থের পরিমান অপেক্ষাকৃত বেশি এবং এর সমাপ্ত-সেট ব্যবস্থার মান উন্নত । পরিমাপ ও গুণগত মানে দেখা গেছে যে চীনের ৪৫ ধরনের প্রধান খনিজপদার্থের মধ্যে ২৫টি বিশ্বে প্রথম তিন স্থান অধিকার করে আছে ।এর মধ্যে দুর্লভ-মাটি , চুন , টিটানিয়াম , ট্যান্টালুম , টাংস্টেন , কৃষ্ণসীস ,হেভী স্পার,অ্যান্টিমনি প্রভৃতি১২ ধরনেরখনিজপদার্থের স্থান বিশ্বে প্রথম।



        চীনের খনিসম্পদের বিন্যাস নিম্নরূপঃ তেল আর প্রাকৃতিক গ্যাস সম্পদ প্রধানতঃ উত্তর-পূর্ব,উত্তর আর উত্তর-পশ্চিমে বিন্যাস্ত । কয়লা প্রধানতঃ উত্তর চীন আর উত্তর-পশ্চিমে বিন্যাস্ত । লোহা প্রধানতঃ উত্তর-পূর্ব,উত্তর-চীন আর দক্ষিণ পশ্চিমে , তামা প্রধানতঃ দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম আর পূর্ব-চীনে , সীসা আর দস্তা সারা দেশে , টাংস্টেন,টিন,মোলাইবডেনিয়াম,অ্যান্টিমনি ও দুর্লভ-মাটি প্রধানতঃ দক্ষিণ-চীন আর উত্তর চীনে ,সোনা ও রূপা সারা দেশে এবং তাইওয়ানে আর ফসফরাস প্রধানতঃ দক্ষিণ চীনে ছড়িয়ে আছে ।  

প্রধান প্রধান খনিসম্পদ নিম্নরূপঃ

কয়লা চীনের কয়লার মজুদ পরিমানের স্থান বিশ্বে প্রথম ।সমস্ত চীনদেশ জুড়ে যে ১০০০ বিলিয়ন টন কয়লা আবিস্কৃত হয়েছে তা প্রধানতঃ উত্তর চীন, উত্তর-পশ্চিম চীনে বিন্যাস্ত , এগুলোর মধ্যে শানসি ,শ্যানসি,অন্তমঙ্গোলিয়া প্রভৃতি অঞ্চলের মজুদ পরিমান সবচেয়ে বেশি ।

◆ তেল ও গ্যাস সম্পদ প্রধানতঃ উত্তর-পশ্চিম তার পর উত্তর-পূর্ব,উত্তর-চীন আর দক্ষিণ-পূবাঞ্চলের উপকূলীয় স্বল্পগভীর সাগরীয় অঞ্চলে মজুদ আছে । ১৯৯৮সালের শেষ দিক পর্যন্ত চীনে মোট ৫০৯টি তেল-ক্ষেত্র আর ১৬৩টি গ্যাস-ক্ষেত্র পাওয়া গেছে । আবিস্কৃত তেলের মোট মজুদ পরিমান ১৯৮৫ কোটি টন আর গ্যাসের মজুদ পরিমান ১৯ হাজার ৫০০বিলিয়ন কিউবিক ঘনমিটার। এদিক থেকে বিশ্বে চীনের স্থান যথাক্রমে ৯ আর ২০ । এর মধ্যে স্থলভাগের তেল-সম্পদের পরিমান আর প্রাকৃতিক গ্যাস-সম্পদের পরিমান যথাক্রমে চীনের অনুরূপ সম্পদের মোট পরিমানের ৭৩.৮ আর ৭৩.৪ শতাংশ। এগুলো ইতিমধ্যে সুংহুয়াচিয়াং নদী-লিয়াও নিং,পোহাই উপসাগর,থালিমু, চুনকার-থুলুফ্যান,সিছুয়ান,শ্যানসি-কানসু-নিংসিয়া প্রভৃতি ছটি বৃহদাকারের তেল-গ্যাস ক্ষেত্রে পরিনত হয়েছে ।

ধাতুসম্পদ :

◆ লৌহঘটিত ধাতু যেগুলোর মজুদ পরিমান জানা গেছে সেগুলোর মধ্যে আছে লোহা,ম্যাংগ্যানীজ,ভ্যানাডিয়াম,টিটানিয়াম প্রভৃতি । এগুলোর মধ্যে লোহার মজুদ পরিমান প্রায় ৫০০০কোটি টন, প্রধানত :লিয়াওনিং,হ্যপেই, শানসি আর সিছুয়ান প্রদেশে মজুদ আছে ।

◆ অলৌহধাতু বিশ্বে যে অলৌহধাতুর অনুসন্ধান পাওয়া গেছে চীনদেশেও তার সন্ধান পাওয়া গেছে । এর মধ্যে দুর্লভ-মাটির মজুদ-পরিমান বিশ্বে ৮০শতাংশ ,অ্যাটিমনির মজুদ-পরিমান বিশ্বে ৪০শতাংশ,টাংস্টেনের মজুদ-পরিমান বিশ্বের অন্যান দেশের মোট মজুদ-পরিমানের চারগুন ।