চীনেরে ভূভাগ বিশাল, ভূমি-সম্পদ বহু আকার,চীনে কৃষি-জমি, বনাঞ্চল,তৃণভূমি, মরুভূমি,সামুদ্রিক সৈকত প্রভৃতি সবই বিরাট আয়তনে ছড়িয়ে আছে । কিন্তু চীনে পাহাড়ী অঞ্চল বেশি , সমতলভূমি কম,কৃষি-জমি আর বনাঞ্চলের অনুপাত কম । নানা ধরনের ভূমি-সম্পদের বিন্যাস সমান নয়,কৃষি-জমি প্রধানতঃ পূর্বাদিকের মৌসূমি বায়ুমন্ডলের সমতলভূমি আর অববাহিকায় কেন্দ্রীভূত আছে, বনাঞ্চল বেশির ভাগ উত্তর পূর্ব অঞ্চলে,দক্ষিণ-পশ্চিম দিকের প্রান্ত পাহাড়ী অঞ্চলে ঘেরা আর তৃণভূমি অভ্যন্তরের মালভূমি আর পাহাড়ী অঞ্চলে বিন্যাস্ত ।
◆কৃষি-জমি:
বর্তমানে চীনে ১২ লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার কৃষি জমি আছে ।পূর্ব আর পশ্চিম অঞ্চলে চীনের কৃষি-জমির আয়তন অপেক্ষাকৃতকম , এর অনুপাত যথাক্রমে ২৮.৪শতাংশ । মধ্যাঞ্চলে কৃষি-জমি অপেক্ষাকৃত বেশি , যার অনুপাত ৪৩.২ শতাংশ। কৃষি-জমি অপেক্ষাকৃতভাবে উত্তর-পূর্ব সমতল-ভূমি , উত্তর-চীন সমতলভূমি,ছাংচিয়াং নদীর মধ্য আর নিম্ন অববাহিকার সমতলভূমি, চুচিয়াং নদী ব-দ্বীপ আর সিছুয়ান বেসিন অঞ্চলে কেন্দ্রীভূত । উত্তর-পূর্ব সমতলভূমির মাটির বেশির ভাগহলো কালো রঙয়ের উর্বর জমি , সেখানে গম , ভূট্টা , কাওলিয়াং , সয়াবিন ,পাট আর বীট উত্পাদিত হয় । উত্তর-চীনের সমতলভূমির বেশিভাগ হলো বাদামী রঙয়ের জমি, সেখানে গম , ভূট্টা , জোয়ার ,কাওলিয়াং , তুলা , চীনাবাদাম উত্পাদিত হয় । ছাংচিয়াং নদীর মধ্য আর নিম্ন অববাহিকার সমতলভূমিতে ধান, কমলা আর সরিষা প্রভৃতি উত্পাদিত হয় । সিছুয়ান বেসিন অঞ্চলে ধান, সরিষা , আখ,চা , কমলা প্রভৃতি প্রচুর উত্পাদিত হয় ।
◆বন:
বর্তমানে চীনের বনাঞ্চলের আয়তন ১৫ কোটি ৮৯ লক্ষ ৪০ হাজার হেক্টর,চীনের মোট আয়তনে বনের অনুপাত মাত্র ১৬.৫৮ শতাংশ বলে চীনে বনাঞ্চল কম । বিশ্বের ৩০.৮শতাংশের গড় হারের তুলনায় এর বিরাট ব্যবধান রয়েছে । চীনের বেশির ভাগ প্রাকৃতিক বনাঞ্চল উত্তর-পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে আছে । পক্ষান্তরে লোকসংখ্যা বহুল আর শিল্পোন্নত পূর্বাঞ্চলের সমতলভূমি এবং প্রশস্ত উত্তর-পশ্চিম অঞ্চলে বনাঞ্চল সামান্য ।
চীনের বনাঞ্চলে নানা জাতের গাছ আছে,কেবল জাতের গাছ ২৮০০ ধরনের আছে । যে গাছগুলো বেশ মূল্যবান এবং পৃথিবীতে কেবল দু-একটি দেশে রয়েছে সেগুলোর মধ্যে আছে গিংকো,মেটাসিফিয়া প্রভৃতি । পরিবেশ রক্ষা করা আর অর্থনৈতিক গঠনকাজের চাহিদা মেটানোর জন্য চীন অনবরত বিরাটাকারের বৃক্ষ লাগানোর কার্যক্রম চালিয়ে আসছে । বর্তমানে চীনে কৃত্রিম বনাঞ্চলের আয়তন ৩ কোটি ৩৭ লক্ষ ৯০ হাজার হেক্টরে দাড়িয়েছে ,এ দিক থেকে বলা যায় চীন বিশ্বের বৃহত্তম কৃত্রিম বনাঞ্চল অধিকারী দেশ ।
চীনের প্রধান প্রধান বনাঞ্চলের মধ্যে আছে বড় সিং আনলিন পর্বত,ছোটো সিং আন লিন পর্বত ও ছাং পাইশ্যান পর্বতের বনাঞ্চল সহ উত্তর-পূর্ব বনাঞ্চল চীনের বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল । হেংতুয়ানশ্যান পর্বত,হিমালয় পর্বত,ইয়ালুচাংবু চিয়াং নদীর মোড় এলাকা প্রভৃতি অঞ্চলের বনাঞ্চল সহ দক্ষিণ-পশ্চিম বনাঞ্চল চীনের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল । ছিনলিন পর্বত-হুয়াই নদীর দক্ষিণ দিকে আর ইয়ুন্নান-কুইচৌ মালভূমির পূর্বাঞ্চলের ব্যাপক ক্ষুদ্র পাহাড়ী এলাকা সহ দক্ষিণ-পূর্ব বনাঞ্চল চীনের প্রধান কৃত্রিম বনাঞ্চল । তাছাড়া চীনে বিশাল বন সুরক্ষা ব্যবস্থাও আছে । যেমন উত্তর-পূর্ব চীন,উত্তর চীন আর উত্তর-পশ্চিম চীন আবৃত বন সুরক্ষা ব্যবস্থার মোট দৈর্ঘ্য হলো ৭০০০কিলোমিটার। এর আয়তন প্রায় ২৬ কোটি হেক্টর, চীনের স্থলভাগের আয়তনের চার ভাগের এক ভাগ অধিকার করে আছে বলে একে বিশ্বের বৃহত্তম পরিবেশ প্রকল্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে ।
◆তৃণভূমি:
চীনে ২৬ কোটি৬০ লক্ষ ৬০ হাজার হেক্টর আয়তনের তৃণ-ভূমি আছে । চারণ-ভূমি নানা ধরনের । সেগুলো ভিন্ন মৌসুমে ভিন্ন গৃহ পালিত পশু চারণে প্রযোজ্য । চীনের মোট আয়তনের চার ভাগের প্রায় এক ভাগ হলো চারণ-ভূমি। তৃণভূমির আয়তনের দিক থেকে চীন বিশ্বের বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি । চীনের প্রাকৃতিক চারণ-ভূমি প্রধানতঃ বড় সিংআনলিন পর্বত-ইনশ্যান পাহাড়-ছিংহাই তিব্বত মালভূমি লাইনের পশ্চিম ও উত্তর দিকের ব্যাপক অঞ্চলে বিন্যস্ত,কৃত্রিম চারণ ভূমি প্রধানতঃ দক্ষিণ-পূর্ব অঞ্চলে ছড়িয়ে কৃষি-জমি আর বনাঞ্চলের সঙ্গে পরস্পরের সংযোগ তৈরি করে নিয়েছে ।
চীনের প্রধান প্রধান চারণ-ভূমি হলো ,অন্তমঙ্গোলিয়া চারণ-ভূমি, এটি চীনের বৃহত্তম চারণ-ভূমি, এখানে সানহ্য নামের ঘোড়া আর স্যানহ্য নামের গরু প্রভৃতি উন্নতমানের পশু পালন করা হয় । সিনচিয়াং চারণ-ভূমিতে উন্নতমানের সিনচিয়াং উত্তম-উল ভেড়া, আলথাইর বড় লেজ-মেষ আর ইলি-ঘোড়া প্রভৃতি উন্নতমানের পশু পালন করা হয় । ছিংহাই চারণ-ভূমির প্রধান প্রধান উন্নতমানের পশু হলো চমরী-গাই, তাছাড়া এখানে দেশেবিদেশে বিখ্যাত হ্যছু নামক ঘোড়াও পালিত হয় । তিব্বত চারণ-ভূমি চমরী-গাইয়ের প্রধান উত্স ।
|