প্রশাসনিক বিভাগ-ব্যবস্থা


       চীন গণ প্রজাতন্ত্র সংবিধান অনুযায়ী চীনের প্রশাসনিক বিভাগ নিম্নরূপে বিভক্তঃ

( এক )গোটা দেশ প্রদেশ,স্বায়ত্তশাসিত অঞ্চল আর কেন্দ্রশাসিত মহা নগরে বিভক্ত

(দুই )প্রদেশ আর স্বায়ত্তশাসিত অঞ্চল স্বশাসন অংগরাজ্য , জেলা,স্বশাসন জেলা আর শহরে বিভক্ত

(তিন)জেলা,স্বশাসন জেলা আর শহর মহকুমা,সংখ্যালঘূজাতি মহকুমা আর ক্ষুদ্র নগরে বিভক্ত।

       স্বায়ত্তশাসিত অঞ্চল,স্বশাসন অংগরাজ্য ,স্বশাসন জেলা সবই জাতিস্বশাসন জায়গা ।

       প্রয়োজন হলে রাষ্ট্র বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করে ।

       বর্তমানে চীনে ৪টি কেন্দ্র শাসিত মহানগর ,২৩টি প্রদেশ,পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল আর ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ মোট ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক ইউনিট আছে ।