নদনদী


       চীন একটি নদী বহুল দেশও । চীনের যেসব নদীর ড্রেনেজ-আয়তন ১০০০ বর্গকিলোমিটারের বেশী তার সংখ্যা ১৫০০টিরও বেশি । চীনের নদী ,অভ্যন্তরের নদী আর বহির্গমন নদী এই দুভাগে বিভক্ত । সমুদ্রে প্রবাহিত হওয়া বহির্গমন নদীগুলোর ড্রেনেজ আয়তন চীনের স্থলভাগের মোট আয়তনের ৬৪শতাংশ। ছাংচিয়াং নদী , হুয়াংহো নদী , হেইলুংচিয়াং নদী , চুচিয়াং নদী , লিয়াও হো নদী ,হাইহো নদী ,হুয়াইহো নদী প্রভৃতি নদী পূর্ব দিকে প্রশান্ত মহা সাগরে প্রবাহিত হয়েছে । তিব্বতের ইয়ালুচাংবু চিয়াং নদী পূর্ব দিক থেকে সীমান্ত পার হয়ে দক্ষিণ দিকে ভারত মহা সাগরে প্রবাহিত হয়েছে । ইয়ালুচাংবু নদী ৫০৪.৬ কিলোমিটার দীর্ঘ আর ৬০০৯ মিটার গভীরতার বৃহত্তম বিশ্ব গিরিখাদ—ইয়ালুচাংবু নদী গিরিখাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । সিনচিয়াংয়ের আরচিস নদী উত্তর দিক থেকে সীমান্ত পার হয়ে আরক্টিক সাগরে প্রবাহিত হয়েছে । যে অভ্যন্তরীনণ নদী অভ্যন্তরীণ হ্রদে প্রবাহিত হয় অথবা মরুভূমিতে বা লবন সমুদ্র –সৈকতে অদৃশ্য হয় সেই অভ্যন্তরীনণ নদীগুলোর অববাহিকার আয়তন প্রায় চীনের স্থলভাগের মোট আয়তনের ৩৬শতাংশ ।  

       ছাংচিয়াং নদী চীনের দীর্ঘতম নদী , এর মোট দৈর্ঘ্য ৬৩০০ কিলোমিটার । আফ্রিকার নীল নদী আর দক্ষিণ আমেরিকার আমাজান নদীর পর ছাংচিয়াং নদী বিশ্বে তৃতীয় বৃহত্তম নদী । উচু পাহাড় আর গভীর গিরিখাদের মধ্য দিয়ে প্রবাহিত ছাংচিয়াং নদীর অববাহিকা পানি শক্তিসম্পদে সমৃদ্ধ ।এর মধ্য আর নিম্ন অববাহিকার আবহাওয়া উষ্ণ ও আদ্র , সেখানে প্রচুর বৃষ্টি হয় , মাটি উবর বলে অঞ্চলটি চীনের একটিকৃষি- শিল্প সমৃদ্ধ অঞ্চল ।  

      হুয়াংহো নদী চীনের দ্বিতীয় বৃহত নদী , এর মোট দৈর্ঘ্য হলো ৫৪৬৪ কিলোমিটার ।হুয়াংহো নদীর অববাহিকার পশুচারণ ভূমি বেশ উবর । খনিজপদার্থ সমৃদ্ধ, ইতিহাসে অববাহিকাটি চীনের প্রাচীনতম সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ উত্স ।  

      হেইলুংচিয়াং নদী উত্তর চীনের বড় নদী , এর মোট দৈর্ঘ্য ৪৩৫০ কিলোমিটার , এর মধ্যে ৩১০১ কিলোমিটার চীনের অভ্যন্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । 

      চুচিয়াং নদী দক্ষিণ চীনের বড় নদী , এর মোট দৈর্ঘ্য ২২৪১ কিলোমিটার । 

      দক্ষিণ সিনচিয়াংয়ের থালিমো নদী হলো চীনের দীর্ঘতম অভ্যন্তরীন নদী , এর মোট দৈর্ঘ্য ২১৭৯ কিলোমিটার । 

      প্রাকৃতিক নদী ছাড়া চীনে মানুষের তৈরি একটি বিখ্যাত নদীও রয়েছে। সেটি দক্ষিণ থেকে উত্তর মধ্য দিয়ে প্রবাহিত মহাখাল । পঞ্চম শতাব্দীতে মহাখালটির খনন কাজ শুরু হয় ।উত্তর দিকের পেইচাং থেকে দক্ষিণ দিকের পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ পর্যন্ত স্থায়ী মহাখালটি হাইহো নদী , হুয়াংহো নদী, হুয়াইহো নদী, ছাংচিয়াং নদী আর ছিয়েনথাংচিয়াং নদী এই পাঁচটি বড় নদীকে সংযুক্ত করেছে । এর মোট দৈর্ঘ্য ১৮০১ কিলোমিটার , মহাখালটি বিশ্বে এক দীর্ঘতম মানুষ খনন মহাখাল এবং এর খনন কাজ সবচেয়ে আগে শুরু হয় ।