পর্বত


       ভিন্ন গতিপথ অনুযায়ী বহু উচু ও বৃহত পাহাড় নিয়ে চীনের ভৌগলিক কাঠামো এবং বেশ কয়েকটি পাহাড়-ব্যবস্থা গঠিত হয় । চীনের বিখ্যাত ও বৃহত পর্বতগুলোর মধ্যে রয়েছে হিমালয় পর্বত, খুনলুনশ্যান পর্বত,থিয়েনশ্যান পর্বত, থাংকুলাশ্যান পর্বত , ছিনলিন পর্বত ,বড় সিং আনলিন পর্বত,থাইহাংশ্যান পর্বত, ছিলিয়েনশ্যান পর্বত আর হেংতুয়ানশ্যান পর্বত ইত্যাদি ।

       হিমালয় পর্বত :হিমালয় পর্বত বক্ররেখার মতো বাঁকিয়ে ভারত আর নেপাল দেশের সংলগ্ন চীনের ২৪০০ কিলোমিটারব্যাপী ছড়িয়ে পড়েছে ।এর গড় সামুদ্রিক উচ্চতা ৬০০০ মিটার, এটি বিশ্বের উচ্চতম ও বৃহত্তম পর্বত । এর প্রধান শৃঙ্গ চুমোলাংমার সামুদ্রিক উচ্চতা ৮৮৪৮.১৩মিটার , এটি বিশ্বের উচ্চতম শৃঙ্গ ।

     খুনলুনশ্যান পর্বত:পশ্চিমের পামির মালভূমি থেকে পূর্ব দিকে চীনের সিছুয়াং প্রদেশের উত্তর-পশ্চিম এলাকা পর্যন্ত স্থায়ী খুনলুনশ্যান পর্বতের দৈর্ঘ্য ২৫০০ কিলোমিটার, এর গড় সামুদ্রিক উচ্চতা হলো ৫০০০-৭০০০ মিটার, এর উচ্চতম শৃঙ্গ কোংগার পাহাড়ের সামুদ্রিক উচ্চতা হলো ৭৭১৯মিটার ।

      থিয়েনশ্যান পর্বত:থিয়েনশ্যান পর্বত উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যাংশে বিস্তৃত ।এর গড় সামুদ্রিক উচ্চতা হলো ৩০০০-৫০০০ মিটার এবং এর সবচেয়ে উঁচু শৃঙ্গ থোমোরের সামুদ্রিক উচ্চ্তা হলো ৭৪৫৫.৩ মিটার ।

      থাংকুলা পর্বত :থাংকুলা পর্বত ছিংহাই-তিব্বত মালভূমির মধ্যাংশে অবস্থিত । এর গড় সামুদ্রিক উচ্চ্তা হলো ৬০০০ মিটার । এর সর্বোচ্চ শৃঙ্গ ক্যালাতানতং শৃঙ্গের সামুদ্রিক উচ্চ্তা ৬৬২১ মিটার, এটি চীনের দীর্ঘতম নদী ছাংচিয়াং নদীর উত্স ।

      ছিনলিন :পশ্চিম চীনের কানসু প্রদেশের পূর্ব দিক থেকে পূর্ব চীনের হোনান প্রদেশের পশ্চিম দিক পর্যন্তস্থািন পর্বতের গড় সামুদ্রিক উচ্চ্তা হলো ২০০০-৩০০০ মিটার , এর প্রধান শৃঙ্গ থাইপাইশ্যানের সামুদ্রিক উচ্চ্তা হলো ৩৭৬৭ মিটার । ছিনলিন চীনের দক্ষিণ আর উত্তরের মধ্যেকার এক গুরুত্বপূর্ণ ভৌগলিক রেখা ।

      বড় সিং আনলিন :উত্তর দিকে উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের মোহো থেকে দক্ষিণ দিকে পুরানো হাহো নদীর উত্তর অববাহিকা পর্যন্ত স্থায়ী বড় সিং আনলিন পর্বতের দৈর্ঘ্য ১০০০ কিলোমিটার , এর গড় সামুদ্রিক উচ্চতা ১৫০০ মিটার ,এর প্রধান শৃঙ্গ হুয়াংকাংলিয়াংয়ের সামুদ্রিক উচ্চতা ২০২৯ মিটার।

      থাইহাং পর্বত :থাইহাং পর্বত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হুয়াংথু মালভূমির পূর্ব-প্রান্তে অবস্থিত,এর দৈর্ঘ্য ৪০০ কিলোমিটার আর এর গড় সামুদ্রিক উচ্চতা ১৫০০-২০০০মিটার , এর প্রধান শৃঙ্গ ক্ষুদ্র উ থাইশ্যানের সামুদ্রিক উচ্চতা ২৮৮২ মিটার ।

      ছিলিয়েনশ্যান পর্বত :ছিলিয়েনশ্যান পর্বত ছিংহাই-তিব্বত মালভূমির উত্তর-পূর্ব প্রান্তে বিস্তৃত । এর গড় সামুদ্রিক উচ্চতা ৪০০০ মিটারের বেশি । ছিলিয়েনশ্যান পর্বতের প্রধান শৃঙ্গের সামুদ্রিক উচ্চতা ৫৫৪৭ মিটার ।

      হেংতুয়ানশ্যান পর্বত:হেংতুয়ানশ্যান পর্বত ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব অঞ্চলে অর্থাত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল আর সিছুয়ান ও ইউয়ুন্নান প্রদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থিত, এর গড় সামুদ্রিক উচ্চতা হলো ২০০০-৬০০০মিটার, এর সর্বোচ্চ শৃঙ্গ কোংগাশ্যানের সামুদ্রিক উচ্চতা হলো ৭৫৫৬ মিটার।

      তাইওয়ান পর্বত :তাইওয়ান পর্বত তাইওয়ান দ্বীপের পূর্ব-দিকের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে । এর গড় সামুদ্রিক উচ্চতা ৩০০০-৩৫০০ মিটার , এর প্রধান শৃঙ্গ ইয়ুশ্যানের সামুদ্রিক উচ্চতা ৩৯৫২ মিটার ।

       তাছাড়া হুয়াংশ্যান,থাইশ্যান, হুয়াশ্যান, সোংশ্যান, হেংশ্যান, হ্যানশ্যান, এ্যমেইশ্যান, লুশ্যান, উতাংশ্যান, ইয়েনতাংশ্যান প্রভৃতি নামকরা পাহাড়ও আছে ।