চীনের মূলভূভাগের তটরেখা উত্তর দিকের ইয়ালুচিয়াং নদীর মোহনা থেকে দক্ষিণ দিকের কুয়াংসি স্বায়তশাসিত অঞ্চলের পেইলুন হো নদীর মোহনা পর্যন্তস্থায়ী ,এর দৈর্ঘ্য প্রায় ১৮ হাজার কিলোমিটার । চীনের উপকূল অঞ্চলের ভৌগলিক অবস্থা সমতল এবং এখানে বহু বিখ্যাত বন্দরআছে। এইবন্দরগুলোর বেশির ভাগ বন্দর সারা বছর বরফমুক্ত থাকে । চীনের নিকটে পোহাই সাগর, হুয়াংহাই সাগর, পূর্বসাগর ,নানহাই সাগর আরতাইওয়ানের পূর্বঅঞ্চলের প্রশান্ত মহা সাগরীয় অঞ্চল সহ পাঁচটি মহাসাগর রয়েছে । এগুলোর মধ্যেপোহাই সাগর চীনের অভ্যন্তরীনসাগর। তাইওয়ানের পূর্বদিকের প্রশান্ত মহা সাগরীয় অঞ্চল পূর্বদিকে জাপানের রিইউকিয়ু দ্বীপপুন্জের দক্ষিণ-পশ্চিমের সাখি সীমাদ্বীপপুন্জ থেকে দক্ষিণ দিকের বাস প্রনালী পর্যন্তবিস্তৃত ।
চীনের অভ্যন্তরীণ নদীআর সামুদ্রিক জলসীমা নিয়ে গঠিত চীনের সামুদ্রিক অঞ্চলের মোট আয়তন ৩ লক্ষ ৮০ হাজার বর্গ কিলোমিটার । চীনের অভ্যন্তরীণ নদীর অর্থ হল চীন গণ প্রজাতন্ত্রের স্বীকৃত সামুদ্রিক সীমানা থেকে স্থল ও তটরেখা পর্যন্ত সামুদ্রিক অঞ্চল ।চীনের সামুদ্রিক অঞ্চলের চওড়া১২ মাইল ।
চীনের সামুদ্রিক অঞ্চলে ৫০০০-এর বেশি দ্বীপ রয়েছে । এর মোট আয়তন প্রায় ৮০ হাজার বর্গকিলোমিটার । দ্বীপগুলোর তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৪ হাজার কিলোমিটার । দ্বীপগুলোর মধ্যে বৃহত্তম তাইওয়ান দ্বীপের আয়তন৩৬ হাজার বর্গকিলোমিটার । দ্বিতীয় বৃহত হাইনান দ্বীপের আয়তন ৩৪ বর্গকিলোমিটার। তাইওয়ান দ্বীপের উত্তর-পূর্বসমুদ্রে অবস্থিত তিয়াও ইয়ু তাও দ্বীপ ও ছিওয়েই ইয়ু দ্বীপ চীনের সবচেয়ে পূর্বাঞ্চলের দ্বীপ । দক্ষিণ সমুদ্রে ছড়িয়ে আছে দ্বীপগুলো,প্রবাল-প্রাচীর আর সৈকতকে নানহাই দ্বীপপুন্জ বলা হয় । এটি চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলের দ্বীপপুন্জ । অব্স্থান অনুযায়ী এগুলোকে তুঙসা দ্বীপপুন্জ,সিসা দ্বীপপুন্জ,চুংসা দ্বীপপুন্জ আর নানসা দ্বীপপুন্জ ডাকা হয় ।
|