চীন গণপ্রজাতন্ত্র সংক্ষেপে চীন ,এশিয়া মহদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহা সাগরের পশ্চিমতীরে অব্স্থিত ।চীনের স্থলভাগের আয়তন প্রায় ৯৬লক্ষ বর্গ কিলোমিটার । আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহওম দেশ এবং রাশিয়া আর কানাডার পর চীন বিশ্বে তৃতীয় বৃহওম দেশ।
উওর দিকে মোহো অঞ্চলের উত্তরের হেইলুংচিয়াং নদীর কেন্দ্রস্থল অর্থাত উত্তর দ্রাঘিমা রেখার ৫৩.৩০ডিগ্রি থেকে দক্ষিণ দিকের নানসা দ্বীপপুঞ্জের চেনমু-আনসা অর্থাত উত্তর দ্রাঘিমা রেখার ৪ডিগ্রি পযন্ত । এর পরিধি ৪৯ডিগ্রি । দক্ষিণ আর উত্তরের মধ্যকার দৈর্ঘ্য প্রায় ৫৫০০কিলোমিটার । পূর্ব দিক থেকে হেইলুংচিয়াং নদী আর উসুলিচিয়াং নদীর সঙ্গমস্থল অর্থাত পূর্ব অক্ষাংশ ১৩৫.০৫ ডিগ্রি থেকে পশ্চিম দিকের পামির মালভূমি অর্থাত পূর্ব অক্ষাংশ ৭৩.৪০ ডিগ্রি পর্যন্ত ।এর পরিধি ৬০ ডিগ্রি, পূর্ব আর পশ্চিমের মধ্যকার দৈর্ঘ্য প্রায় ৫০০০ কিলোমিটার ।
চীনের স্থল সীমার দৈর্ঘ্য প্রায় ২২৮০০ কিলোমিটার , পূর্ব দিকে উত্তর কোরিয়া , উত্তর দিকে মঙ্গোলিয়া , উত্তর -পূর্ব দিকে রাশিয়া , উত্তর- পশ্চিম দিকে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান , পশ্চিম আর দক্ষিণ-পশ্চিম দিকে আফগানিস্তান, পাকিস্তান , ভারত, নেপাল, ভূটান প্রভৃতি দেশগুলোর সঙ্গে সংলগ্ন, দক্ষিণ দিকে মায়ানমার , লাওস ও ভিয়েতনামের সঙ্গে সংলগ্ন. পূর্ব আর দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ কোরিয়া , জাপান, ফিলিপাইন, ভ্রুনাই , মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার সঙ্গে সমুদ্র সীমারেখা রয়েছে ।
|