Web bengali.cri.cn   
পাকিস্তানে ২০১৫-২০১৬ অর্থবছরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে
  2015-12-31 12:40:29  cri
ডিসেম্বর ৩১: পাকিস্তানে ২০১৫-২০১৬ অর্থবছরে প্রথম দিকে অর্থনৈতিক উন্নয়নের চিত্র ভালো ছিল। কিন্তু জ্বালানি সম্পদ এবং রপ্তানি সংকট এখনও দেশটির প্রধান সমস্যা। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চলতি অর্থ-বছরের প্রথম ছয় মাস অর্থাত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে পাকিস্তানের মোট রপ্তানি মূল্য কমেছে। এ সময় ৮৮০ কোটি মার্কিন ডলার আয় করেছে দেশটি। যা গত বছরের এ সময়ের চেয়ে ১০.৭ শতাংশ কম।

দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং চীনের বিনিয়োগের কারণে পাকিস্তান গত অর্থ-বছরের জিডিপিতে ৪.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছর জিডিপি ৪.৬ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040