Web bengali.cri.cn   
বাংলাদেশে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত
  2015-12-30 19:48:38  cri
বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু সংঘাত ও অনিয়ম ছাড়া সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ২৩৪টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোটগ্রহণ হয় বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ভীড়। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ স্থানেই উৎসবমুখর পরিবেশে ভোট হয়। তবে কিছু কিছু স্থানে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব কারণে ১৫টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে গুলিবিনিময়ে নিহত হয়েছে একজন। বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে বেশ কজন।

২৩৪টি পৌরসভায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪ জন। প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯৪৫ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ২৩৪ জন, বিএনপির ২২৩, জাতীয় পার্টির মেয়র প্রার্থী ৭৪ জন। স্বতন্ত্র মেয়রপ্রার্থী ছিলেন ২৬৫ জন।

এদিকে, প্রশাসনের সহযোগিতায় সরকারদল পৌরনির্বাচনে ভোট কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সারা দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040