Web bengali.cri.cn   
চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যে সবধরনের যোগাযোগকে পেইচিং সমর্থন করে: মুখপাত্র
  2015-12-30 18:37:55  cri
ডিসেম্বর ৩০: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা সিয়াও কুয়াং আজ (বুধবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের বিভিন্ন মহলের সবধরনের যোগাযোগ ও সহযোগিতাকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার। তাইওয়ান পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি পাবার পর চীনের মূল ভূখণ্ডে আবারও সফরে যেতে পারেন বলে সম্প্রতি মা ইংজিউ যে মন্তব্য করেছেন, মা সিয়া কুয়াং তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

প্রেসিডেন্ট সি চিন পিং ও মা ইংজিউ'কে ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাইওয়ান প্রণালীর দু'তীরে বর্তমানে যে-আলোচনা চলছে, সে প্রসঙ্গে মুখপাত্র বলেন, সি-মা বৈঠকের সাফল্যের কারণেই এমনটা হচ্ছে। ২০০৮ সাল থেকেই দু'তীরের সম্পর্ক শান্তিপূর্ণভাবে উন্নত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের 'প্রমোদবালা' ইস্যুতে মুখপাত্র বলেন, জাপানের আগ্রাসী সৈন্যরা চীনের বিভিন্ন অঞ্চলের নারীদের 'প্রমোদবালা' হিসেবে কাজ করতে বাধ্য করেছে। এটা মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। জাপানের উচিত এ অপরাধ স্বীকার করা এবং ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণ করা। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার 'প্রমোদাবালাদের' ক্ষতিপূরণ দেওয়া প্রশ্নে সম্প্রতি টোকিও-সিওল সমোঝাতা হবার পর, তাইওয়ানের 'প্রমোদবালাদের' ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নিতে মা ইংজিউ জাপান সরকারের প্রতি আহ্বান জানান। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040