Web bengali.cri.cn   
সিআরআই ও পিপলস্‌ ডেইলি'র দৃষ্টিতে ২০১৫ সালের সবচে' গুরুত্বপূর্ণ ১০টি সংবাদ
  2015-12-30 17:38:01  cri
ডিসেম্বর ৩০: চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ও চীনের পিপলস্ ডেইলি যৌথভাবে নির্বাচন করেছে ২০১৫ সালের সবচে' গুরুত্বপূর্ণ ১০টি আন্তর্জাতিক সংবাদ। আজ (বুধবার) পেইচিংয়ে এ সংবাদমাধ্যমদু'টো এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে।

তালিকা অনুসারে চলতি বছরের সবচে' গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলো হচ্ছে: চীনা কূটনীতিতে দায়িত্বশীলতার প্রতিফলন এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলায় দেশটির ইতিবাচক ভূমিকা; 'এক অঞ্চল, এক পথ' কৌশলসংক্রান্ত দলিলপত্র প্রকাশ এবং সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়ন-কৌশলে এর প্রভাব; আইএস দমনে রুশ অভিযান এবং এর বৈশ্বিক প্রতিক্রিয়া; পেইচিংয়ে 'এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) চুক্তি' স্বাক্ষর; পরমাণু ইস্যুতে ইরানের সাথে ছয় জাতির সার্বিক চুক্তি স্বাক্ষর; জাপানে নিরাপত্তা আইন পাস এবং পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ প্রকাশ; মঙ্গল গ্রহে তরল পানির সন্ধান পাওয়া গেছে বলে বিজ্ঞানীদের দাবি; দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল মনে রেখে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার ওপর চীন ও রাশিয়ার গুরুত্বারোপ; ইউরোপে শরণার্থী সংকট এবং এ নিয়ে ইইউ'র সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ; এবং জাতিসংঘ জলবায়ু সম্মেলনে 'প্যারিস চুক্তি' গৃহীত। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040