Web bengali.cri.cn   
বিদায়ী বছরে বিশ্বে ১১০ সাংবাদিক নিহত: রিপোর্ট
  2015-12-30 14:50:06  cri
ডিসেম্বর ৩০: বিদায়ী বছর বিশ্বে পেশাগত দায়িত্ব পালনকালে মোট ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের মানবাধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' বা আরএসএফ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া সাংবাদিকদের মধ্যে অনেককে 'সাধারণত' শান্তিপূর্ণ বলে বিবেচিত দেশগুলোতে তাদের পেশাগত দায়িত্ব পালনের কারণে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বলে জানিয়েছে আরএসএফ।

সংস্থাটি বলেছে, চলতি বছর পেশাগত দায়িত্ব পালনের জন্য ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর ৪৩ সাংবাদিকের মৃত্যুর কারণ রহস্যজনক অথবা জানা যায়নি। এ ছাড়া এ বছর ২৭ জন 'অপেশাগত' এবং 'সিটিজেন জার্নালিস্ট' ও আরো সাত গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

(তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040