Web bengali.cri.cn   
পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত
  2015-12-30 14:44:14  cri
ডিসেম্বর ৩০: পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। প্রদেশের মারদান জেলার ন্যাশনাল ডাটাবেজ এবং রেজিস্ট্রেশন অথরিটি দফতরের সামনে এ বোমা হামলা চালানো হয়। এ সময় জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দরখাস্ত করতে অনেক মানুষ দফতরটির সামনে ভিড় করেছিল। মারদান বিভাগের উপ-পুলিশ প্রধান একে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন।

তবে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত হয়েছে অন্তত ২৩ জন।

হামলাকারী মোটর সাইকেলে করে আসলে দফতরের বাইরে এক নিরাপত্তা প্রহরী তাকে থামানোর পরই বোমায় বিস্ফোরণ ঘটে। তবে, কেউ কেউ দাবি করেছেন, দফতরের বাইরে রাখা একটি মোটর সাইকেলে বোমাটি বাধা ছিল। বিস্ফোরণ ঘটাতে আট থেকে ১০ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে বলে বোমা বিশেষজ্ঞ কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পাক তালিবানের একটি অংশ এ হামলার দায় স্বীকার করেছে।

(তুহিনা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040