Web bengali.cri.cn   
গানগুলো লেখা হয়েছে শিশুদের জন্য
  2015-12-30 11:22:19  cri


ভালবাসা নানা রকমের। শিশুর প্রতি মা-বাবার ভালবাসা হচ্ছে বিশেষ ধরনের। আজকের অনুষ্ঠানে আমরা কয়েকটি 'বিশেষ' গান শুনব। গানগুলো লেখা হয়েছে শিশুদের জন্য।

উনিশ শ' উননব্বই সালে কণ্ঠশিল্পী চৌ হুয়া চিয়ানের প্রথম সন্তান জন্মগ্রহণ করে। তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার ছেলের জন্য নিজে একটি গান লেখেন। গানের শিরোনাম 'চুমু খাও বাছা'। তিনি ভাবেন তার সন্তান বড় হওয়ার পর যখন এ গানটি শুনবে নিশ্চয় খুব অভিভূত হবে। তার সন্তানকে যে কথা বলতে চান, তা সব গানের কথায় পরিণত হয়। গানের কথা এমন:

"চুমু খাও বাছা,

আমি উঁচু পাহাড় আরোহণ করে হারানো সূর্য ও চাঁদ খুঁজতে চাই।

চুমু খাও বাছা,

আমি সাগর অতিক্রম করে হারানো রামধনু খুঁজতে আর উল্কা ধরতে চাই।

আমি রাতের আকাশে চাঁদ ছুতে আর ওখানে তোমার নাম লিখতে চাই।"

এখন আমরা শুনব মিষ্টি এ গানটি

মা-দের মতো করে বাবারা সাধারণত সন্তানের প্রতি ভালবাসা প্রকাশ করতে পারেন না। তাদের ভালবাসা প্রকাশের সুযোগ কম। তবু সংগীতের মাধ্যমে তারা নিজেদের ভালবাসা প্রকাশ করেন কখনও কখনও। এখন যে গানটি আমরা উপভোগ করব সেটির শিরোনাম 'ই ইয়া ইয়া'। ছোট বাচ্চারা যখন কথা বলতে পারে না, তখন তারা একটি-দুটি শব্দ তুলে নেয়। 'ই ইয়া ইয়া' তাদের প্রথম কথা।

তাইওয়ানের বিখ্যাত ব্যান্ড মে ডেইয়ের গিটারবাদক সি থোও তার ছোট ছেলের জন্য 'ই ইয়া ইয়া' শীর্ষক এ গান লেখেন। গুরুগম্ভীর গিটারবাদক গানে একজন স্নেহশীল বাবায় পরিণত হন। তাহলে শুনুন গানটি।

আমার প্রিয় হংকং গায়ক ছেন ই সুন তার মেয়ের জন্য 'baby song' নামে একটি গান গেয়েছেন। গানে পিয়ানো দিয়ে বাবার গানের জন্য সুর দেয় ছেন ই সুনের মেয়ে। সেও বাবার সঙ্গে এম ভি শুটিং করে। গানের একটি কথা এমন "তোমার চোখ স্ফটিকের মতো পরিষ্কার, তোমার চোখে রয়েছে একটি অবিরাম পৃথিবী। তোমার স্বপ্নে আমার সব সমস্যা তো বাতাসে ভেসে যায়।" শুনুন তাহলে গানটি।

আমরা এবার শুনব শিশুর জন্য বাবার আরেকটি গান। হংকংয়ের কণ্ঠশিল্পী ছাং সুয়ে ইউরো তার মেয়ে ছাং হুয়া ইয়াওর জন্য লিখেছেন একটি গান। গানের নাম ঠিক তার মেয়ের ডাক নাম 'ইয়াও ইয়াও'। তা ছাড়া, ইয়াও ইয়াও মানে 'ঘুমপাড়ানি গান'। ২০০৭ সালে তার একটি ব্যাক্তিগত সংগীতানুষ্ঠানে তিনি প্রথমবারের মতো এ গান গেয়েছিলেন। শুনুন তাহলে গানটি।

গায়ক লি চুং সেংয়ের তিনটি মেয়ে। তিনি তাদের জন্য একটি গান লিখেছেন। গানের নাম 'প্রত্যাশা'। গানের কথাগুলো এমন: কয়েকটি বাচ্চা লালনপালন করা আমার জীবনের প্রত্যাশা। যখন আমি হতাশ হই তখন তারা আমাকে আশা যোগায়।

সন্তানদের প্রতি গায়িকাদের স্নেহশীলতা তাদের গানে আমরা সবসময় অনুভব করতে পারি। এখন আমরা উপভোগ করব নিজ নিজ শিশু-সন্তানদের জন্য গায়িকা ও গীতিকারদের লেখা ও গাওয়া কয়েকটি গান।

কণ্ঠশিল্পী ওয়াং ফেই বর্তমানে চীনের সবচেয়ে সফল নারী কণ্ঠশিল্পীদের অন্যতম। তার দুটি মেয়ে আছে। তার ছোট মেয়ের মুখ জন্ম থেকে ত্রুটিগ্রস্ত। অন্তঃসত্ত্বাকালে এ বিষয়টি জানতে পারলেও তিনি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার এ মেয়েটিকে আরও বেশি ভালবাসেন। তিনি দু'মেয়ের জন্য দুটি গান গাইলেও ছোট মেয়ের জন্য গাওয়া 'হাস্যময় দেবদূত' গানটি বেশি জনপ্রিয়তা পেয়েছে। এখন আমরা শুনব এ সাহসী মার মন দিয়ে গাওয়া 'হাস্যময় দেবদূত'।

কণ্ঠশিল্পী চাং আই চিয়া একজন খুব প্রতিভাবান নারী। তিনি শুধু গানই গান তা নয়; চলচ্চিত্রেও অভিনয় করেন। তিনি চলচ্চিত্র পরিচালকও বটে। কিন্তু তিনি ছেলের মা হিসেবেই নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন। উনিশ শ' তিরানব্বই সালে প্রকাশিত তার ব্যাক্তিগত অ্যালবামে রয়েছে তার ছেলের জন্য গাওয়া একটি গান। গানের নাম 'স্বেচ্ছায়'। শুনুন তাহলে গানটি।

আজকের শেষ গান হিসেবে আমরা উপভোগ করব গায়িকা ওয়েং হংয়ের কণ্ঠে গাওয়া 'যখন তুমি আস্তে আস্তে আমার কাছে আস' নামের একটি গান।(শিশির)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040