Web bengali.cri.cn   
যুক্তরাষ্ট্রের 'টাইম' ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৫ সালের সেরা দশ সংবাদভিত্তিক আলোকচিত্র
  2015-12-29 19:52:02  cri

সিরিয়ার তিন বছর বয়সী আয়লান কুর্দিকে এভাবেই সমুদ্রের তীরে খুঁজে পায় উদ্ধারকারীরা। খুদে আয়লানের পরিবার যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিল। কিন্তু সমুদ্রে তাদের বহনকারী নৌযানটি ডুবে যায়।

ম্যাসিডোনিয়া সরকার গ্রিস-থেকে-আসা শরণার্থীদের সেদেশে প্রবেশনিষিদ্ধ করার পরের দৃশ্য এটি। সীমান্তে ক্রন্দনরত দুই শিশু-শরণার্থী।

প্যারিসের সন্ত্রাসী হামলার সময় এক ব্যক্তি তার দুই কন্যাকে ঝাপটে ধরেছেন।

২৫ এপ্রিল নেপালে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পে স্বজন হারানোর বেদনায় কাঁদছেন একদল নারী।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানে মারাত্মক খরা। ছবিতে দেখা যাচ্ছে দেশটিরখরাকবলিত একটি শহর।

২০ অগাস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দাবানল ছড়িয়ে পড়ে। এতে একদিনে বিশ হাজার একর বন পুড়ে যায়।

যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক প্রকাশিত প্লুটোর এইচডি ছবি। এই প্রথম প্লুটোর পৃষ্ঠদেশের এত স্পষ্ট দৃশ্য দেখতে পেল পৃথিবীর মানুষ।

যুক্তরাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের তোলা ভিডিও'র স্ক্রিনশট এটি। ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ একজন কৃষ্ণাঙ্গকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এ ছবি আধুনিক সমাজে 'নাগরিক সাংবাদিক'-এর গুরুত্ব সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়।

নাইজেরিয়ার সাধারণ নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের সমর্থকদের উল্লাস প্রকাশের এক পর্যায়ে-

ছবিতে দেখা যাচ্ছে তিন জন ইউক্রেনীয় সৈন্যকে।

(তুহিনা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040