1229minyue
|
(রি ১) বন্ধুরা, যে সুর মাত্র শুনলেন সেটা হল চীনের উত্সবের সময় বাজানো 'ইং ছুন লুও কু' সুরটি। শুনুন, তুং শিয়াও দিয়ে বাজানো একটি সুর 'জুয়াং থাই ছিউ সি'। (রি ২)
বান হু চীনের অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, শুনুন তা দিয়ে বাজানো 'জু পা চিয়ে পেই শি ফু' সুরটি। (রি ৩)
শুনুন চীনের পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সুর 'ইয়ু পেই সুই শি ছুই'। (রি ৪)
বাংলা অঞ্চলের ভাডিয়ারির মতো চীনেও জেলেদের নিজস্ব স্টাইলের লোকসংগীত রয়েছে। শুনুন এমন একটি সুর 'জুই ইয়ু ছাং ওয়ান'। (রি ৫)
চীনের কুয়াং তুং প্রদেমের চৌ শান অঞ্চল আগে একটি ছোট গ্রাম ছিলো। স্থানীয় মানুষ মাছ ধরা নিজের পেশা হিসেবে জীবনযাপন করে। তাই মাছ ধরা বা জেলেদের জীবন সংক্রান্ত অনেক লোক সঙ্গীত রয়েছে। শুনুন তাদের একটি লোকসঙ্গীত 'চৌ শান ইয়ু ক্য'। (রি ৬)
অবেশেষে শুনুন সুর 'ইয়ু ল্য শেং ফিং'। সকল শ্রোতাদের নববর্ষের আন্তরি শুভেচ্ছা জানাচ্ছি। (রি ৭)
সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়ে। (স্বর্ণা/মান্না)