Web bengali.cri.cn   
চীন-পাকিস্তান যৌথ নৌমহড়া: শাংহাই পৌঁছেছে পাক নৌবহর
  2015-12-29 19:04:40  cri
ডিসেম্বর ২৯: চীন ও পাকিস্তানের যৌথ নৌমহড়ায় অংশ নিতে শাংহাইয়ের উসুংয়ের একটি বন্দরে পৌঁছেছে পাক নৌবহর। চীনের নৌবাহিনীর ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।

আগামী শুক্রবার ও শনিবার দু'দেশের নৌবাহিনী চীনের পূর্ব চীন সাগরে যৌথ মহড়ার চালাবে। এতে অনুসন্ধান ও উদ্ধারকাজ, আকাশ ও সাগরের লক্ষবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জলদস্যু প্রতিরোধসহ বেশ কিছু বিষয়ে মহড়া অনুষ্ঠিত হবে।

তা ছাড়া, দু'দেশের নৌ অফিস ও সেনারা পরস্পরের যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন ও বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করবে। পাকিস্তানের অফিস ও সেনারা ওরিয়েন্টাল পার্ল টাওয়ার ও শাংহাই নগরের যাদুঘর পরিদর্শন করবেন।

উল্লেখ্য, শাংহাইয়ে পাক নৌবাহিনীর এটি সপ্তম সফর। এবারের বহরে পাকিস্তানের ৫৯১ জন নৌসেনা রয়েছে।

(নীলাম্বর/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040