Web bengali.cri.cn   
রুশ সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বন্ধের আহ্বান জানিয়েছে মস্কো
  2015-12-29 18:51:31  cri
ডিসেম্বর ২৯: রাশিয়া সীমান্তের কাছাকাছি পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ভারি সামরিক অস্ত্র মোতায়েন বন্ধের আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার এ আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ভারি সামরিক সরঞ্জাম মোতায়েন করায় তা ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং এতে ইউরোপের স্থিতিশীলতা ধ্বংস হবে।

তিনি আরো বলেন, রাশিয়া আশা করছে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে সামরিকায়নের ঝুঁকি ও নেতিবাচক ফলাফল বিবেচনা করবে।

ইউরোপে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর সেনাপতি বেন হোডজেস সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৬ সালে বুলগেরিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও এস্তোনিয়ায় এবং ২০১৭ সালে হাঙ্গেরিতে ভারি সামরিক অস্ত্র মোতায়েন করবে।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040