Web bengali.cri.cn   
'প্রমোদবালা' ইস্যুতে দক্ষিণ কোরিয়া ও জাপানের ঐকমত্য, স্বাগত জানিয়েছেন বান কি-মুন
  2015-12-29 18:37:51  cri
ডিসেম্বর ২৯: 'প্রমোদবালা' ইস্যুতে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ায় স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সোমবার মহাসচিবের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ স্বাগত জানান তিনি। এদিন দক্ষিণ কোরিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে 'প্রমোদবালা' সমস্যায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, বান কি মুন আশা করেন, এ ঐকমত্য দু'দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।

এদিন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিউং-সে সিউল সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা প্রমোদবালা ইস্যুসহ এবং অন্যান্য দ্বিপক্ষীয় অমীমাংসিত বিষয় নিয়ে বৈঠক করেন। ইউন বিউং-সে বলেন, এ বিষয়ে জাপান নিজ প্রতিশ্রুতি পালন করলে সমস্যার সমাধান সম্ভব।

উল্লেখ্য, জাপান প্রথমবারের মতো প্রমোদবালা ইস্যুতে নিজের দায় স্বীকার করল।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040