Web bengali.cri.cn   
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন
  2015-12-28 18:58:49  cri
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৫'র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশে বর্তমানে যে ক্যাডেট কোর রয়েছে তা আরও সুবিন্যস্ত করতেই আইন করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি অধিদপ্তর প্রতিষ্ঠারও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। এর সদরদপ্তর থাকবে ঢাকায়। প্রয়োজনে বাইরে একাধিক শাখা হবে। অধিদপ্তরের গঠন প্রক্রিয়া ও জনবলের বিষয় নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভায়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040