Web bengali.cri.cn   
জঙ্গি হামলায় নাইজেরিয়ায় শিশুসহ ১৬ জন নিহত
  2015-12-28 18:51:08  cri
ডিসেম্বর ২৮: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে গত শুক্রবার রাতে জঙ্গি হামলায় ১৬ গ্রামবাসী নিহত হয়েছে। নাইজেরিয়ার গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এক দল অজ্ঞাত পরিচয়ের জঙ্গি দেশটির বর্নো প্রদেশের কিমবা গ্রামে ঢুকে ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে শিশুসহ ১৬ জন সাধারণ মানুষ নিহত হয়। এ ছাড়া ৬ জন মানুষকে অপহরণ করে সন্ত্রাসীরা।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় গণমাধ্যম বলছে, চরমপন্থি বোকো হারাম এর সঙ্গে জড়িত। কারণ বর্নো প্রদেশে তাদের প্রধান ঘাঁটি রয়েছে এবং মাঝে মধ্যেই এ ধরনের সন্ত্রাসী হামলা চালায় তারা।

উল্লেখ্য, বোকো হারাম প্রতিষ্ঠার দশ বছরেরও বেশি সময় ধরে নাইজেরিয়া ও উত্তর ক্যামেরুনের সীমান্ত এলাকায় ঘন ঘন সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা। এ বছর এক হাজারেও বেশি নাগরিক এ গোষ্ঠীর হামলায় নিহত হয়েছে। তা ছাড়া, বকো হারাম গত মার্চ মাসে মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্যের ঘোষণা করে।

(নীলাম্বর/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040