Web bengali.cri.cn   
২০১৫ সালের চীন: কিছু দুঃখ-জাগানিয়া-ছবি
  2015-12-28 18:30:57  cri

২০১৫ সালের পয়লা জানুয়ারি শাংহাইয়ের ওয়াই থানে অনেক লোক নতুন বছর উদযাপন করে। তখনকার একটি দৃশ্য: দু'জন প্রেমিক-প্রেমিকা পরস্পরকে চুমু খাচ্ছেন। কিন্তু এর খানিকক্ষণ বাদেই ঘটে ভয়াবহ পদদলনের এক ঘটনা। হতাহত হয় ৮৫জন।

২০১৫ সালের ৭ এপ্রিল। ফুচিয়ান প্রদেশের চেংচৌ জেলার জনৈক গ্রামবাসী নিজবাড়ির ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আছেন। ৩০ বছর ধরে তিনি এই বাড়িতে বসবাস করে আসছিলেন। এখন উন্নয়নের স্বার্থে তাকে এ বাড়ি ছাড়তে হবে। সরকার তার জন্য অন্যত্র বসবাসের সুন্দর ব্যবস্থা করেছে। কিন্তু ৩০ বছরের স্মৃতি সহজে ভোলা যায় না।

২০১৫ সালের পয়লা জুলাই একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গিয়ে ৪৪২ জন নিহত হন। ধ্বংসাবশেষের মধ্যে ছং ছিন থেকে শাংহাই যাওয়ার একটি ট্রেনের টিকিট পাওয়া যায়। টিকিটটি আছে, কিন্তু এটি যিনি কিনেছিলেন, তিনি নেই।

২০১৫ সালের ১৪ অগাস্ট। থিয়ান চিন শহরের থাং কু এলাকায় ঘটে বিস্ফোরণ। যখন সবাই দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানের উদ্দেশ্যে ছুটছেন, তখন দমকলকর্মীরা যাচ্ছেন দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে।

(তুহিনা/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040