Web bengali.cri.cn   
খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল
  2015-12-28 15:16:45  cri
ডিসেম্বর ২৮: বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। আজ (সোমবার) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলাম আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

আজ (সোমবার) অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে খালেদার অনুপস্থিতিতে তার আইনজীবীরা দু'টি আবেদন করেন।একটিতে তাকে দিনের হাজিরা থেকে অব্যাহতি এবং অন্যটিতে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়।

খালেদার আইনজীবীরাবলেন, এই মামলা বাতিলের যে আবেদন হাইকোর্ট খারিজ করেছিল, তার বিরুদ্ধে 'লিভ টু আপিল' সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিষ্পত্তি না-হওয়া পর্যন্তঅভিযোগ গঠনের বিষয়টি মুলতবি রাখা প্রয়োজন।

সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরেরবছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এতেঅভিযোগ করা হয়, ক্ষমতারঅপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' মাধ্যমে আসামিরা রাষ্ট্রেরপ্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ছাড়া এ মামলার বাকি আসামিরা হলেন: চার দলীয় জোট সরকারেরআইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুলইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম) এবং নাইকোর দক্ষিণএশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040