Web bengali.cri.cn   
ফিনল্যান্ডে বিশ্ব জুনিয়র আইস হকি শুরু
  2015-12-28 09:21:04  cri
ডিসেম্বর ২৮: ফিনল্যান্ডের রাজধানী হিলসিঙ্কিতে শুরু হয়েছে বিশ্ব জুনিয়র আইস হকি চ্যাম্পিয়নশীপ, ২০১৬। উদ্বোধনী ম্যাচে রাশিয়া ২-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিককে।

টুর্নামেন্টে কানাডা, রাশিয়া, শ্লোভাকিয়া, সু্‌ইডেন, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও বেলারুশ অংশগ্রহণ করছে। এটি আন্তর্জাতিক আইস হকি ফেডারেশান (আইআইএইচএফ)-এর ৪০তম অফিসিয়াল বার্ষিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত রাশিয়া ৪ বার এ প্রতিযোগিতার শিরোপা জিতেছে। এর আগে অবিভক্ত সোভিয়েন ইউনিয়ন শিরোপা জিতেছিল ৯ বার। অন্যদিকে চেক রিপাবলিক ২০০০ ও ২০০১ সালের শিরোপা জেতে। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040