Web bengali.cri.cn   
কলকাতার হরিচাঁদ বস্তিতে আগুন
  2015-12-27 19:07:07  cri
ডিসেম্বর ২৭ : ভারতের কলকাতার দমদম পার্কে হরিচাঁদ বস্তির ঝুপড়িতে আগুনে জ্বলে ছাই হয়ে গেছে ১০-১২টি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।

পুলিশ বলছে, এদিন সন্ধ্যায় সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পরবর্তীতে দমকলের আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৩০০টির উপরে পরিবার। আর আগুনে পুড়ে গেছে প্রায় ২০ থকে ২২টি ঝুপড়ি। যদিও, এবিষয়ে দমকলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

দমকল মন্ত্রী জাবেদ খান বলেছেন, এলাকার রাস্তা ভীষণ ছোট হওয়ায় দমকলের গাড়ি বস্তির ভেতরে পর্যন্ত যেতে পারেনি। তবুও দমকলের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতে আগুন নেভানোর চেষ্টা করছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040