Web bengali.cri.cn   
বাংলাদেশে বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলার শুনানি ২৭ জানুয়ারি
  2015-12-27 17:04:28  cri
ডিসেম্বর ২৭ : বাংলাদেশে পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন রোববার মির্জা ফখরুল নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040