Web bengali.cri.cn   
চীনের শেন জেনে পাহাড় ধসের তদন্ত চলছে
  2015-12-27 16:18:33  cri

ডিসেম্বর ২৭: গত ২০ ডিসেম্বর চীনের কুয়াং তুং প্রদেশের শেন জেন শহরের কুয়াং মিং নিউ ডিসট্রিক্টয়ে পাহাড় ধসের ঘটনা তদন্তের জন্য চীনের সর্বোচ্চ পাবলিক প্রসিকিউটর দপ্তর বিশেষ কর্মকর্তা পাঠিয়েছে। তারা কুয়াং তুং প্রদেশের প্রসিকিউটর বিভাগের সঙ্গে বিশেষ তদন্ত গ্রুপ গঠন করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তও করবে।

সর্বোচ্চ পাবলিক প্রসিকিউটর দপ্তরের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা জানান, প্রসিকিউটর বিভাগ রাষ্ট্রীয় পরিষদের দুর্ঘটনা তদন্ত গ্রুপের সঙ্গে সমন্বয় করে এর তদন্ত করবে, এ ঘটনায় ক্ষমতার অপব্যবহার, কাজকর্মে গাফিলতি খতিয়ে দেখবে এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনবে। এটি জনগণের জীবন ও স্বার্থ রক্ষা এবং নিরাপদ উত্পাদন নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর শেন জেন শহরের কুয়াং মিং নিউ ডিসট্রিক্টয়ে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ৩৩টি ভবন মাটিচাপা পড়ে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040