Web bengali.cri.cn   
পাক-ভারত সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানায় চীন
  2015-12-26 19:42:24  cri
ডিসেম্বর ২৬: পাকিস্তান ও ভারতের সম্পর্কের নতুন অগ্রগতিকে স্বাগত জানিয়েছে চীন। আজ (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানে আকস্মিক সফর নিয়ে এক বক্তব্যের সময় এ স্বাগত জানান।

তিনি বলেন, শুক্রবার আফগানিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী মোদি আকস্মিক সফরে পাকিস্তান যান এবং দেশটির প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

চীন একে স্বাগত জানায়। পাকিস্তান ও ভারত দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দু'টি দেশ। দু'দেশের সম্পর্ক উন্নয়ন এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাক-ভারতের অভিন্ন প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে চীন দু'দেশের সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানায়।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040