Web bengali.cri.cn   
বাঙালিদের জঙ্গিবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান অভিজিতের বাবার
  2015-12-26 18:59:56  cri
ডিসেম্বর ২৬ : বাংলাদেশে সম্প্রতি নিহত ব্লগার অভিজিত রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অজয় রায় কলকাতা ও বাংলাদেশের বাঙালিদের জঙ্গিবাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার একটি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাতকারে তিনি এ আহবান জানান।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে যোগ দিতে সেখানে থাকা এই শিক্ষাবিদ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর সঙ্গে সাক্ষাতকারে বলেন, বাংলাদেশ ও ভারতীয় সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়। এই মৌলবাদী জঙ্গি যারা গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই মৌলবাদী শক্তিকে উত্খাত না করা হবে বাংলাদেশের সংকটে থাকা গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

নিজের সন্তান অভিজিতের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি আমার সন্তান অভিজিতকে সতর্ক করেছিলাম বাংলাদেশে না আসতে। কিন্তু সে আমার কথা শোনেনি। বইমেলাতে তার বইয়ের প্রদর্শনী চলছিল। সেখানেই মৌলবাদীরা তাকে হত্যা করে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040