Web bengali.cri.cn   
পেইচিং সময়মতো জাতিসংঘের সদস্য-ফি পরিশোধ করবে: চীনা  পররাষ্ট্র মন্ত্রণালয়
  2015-12-25 19:18:25  cri
ডিসেম্বর ২৫: জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে চীন অব্যাহতভাবে নিজের আর্থিক দায়িত্ব পালন করে যাবে এবং সময়মতো সদস্য-ফি পরিশোধ করবে। তা ছাড়া, দেশটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও নিজের আর্থিক দায়িত্ব পালন করে যাবে। আজ (শুক্রবার) পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাতা সদস্যদেশ হিসেবে চীন দৃঢ়ভাবে জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক শৃঙ্ঘলা ও আন্তর্জাতিক ব্যবস্থা সুরক্ষায় ভূমিকা রেখে আসছে। আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রেও জাতিসংঘকে সমর্থন করে থাকে চীন।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১৬-১৮ সময়কালের জন্য জাতিসংঘে বিভিন্ন দেশের সাধারণ সদস্য-ফি এবং শান্তরক্ষী মিশনে ফি'র হার নির্ধারণ করা হয়। এ হিসেবে, আগামী তিন বছরে চীনকে জাতিসংঘের ৭.৯২১ শতাংশ সদস্য-ফি এবং শান্তিরক্ষী মিশনের ১০.২ শতাংশ খরচ বহন করতে হবে। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040