Web bengali.cri.cn   
ভারতের রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা
  2015-12-25 18:50:17  cri

ডিসেম্বর ২৫: ভারতের রাজধানী দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আনতে আগামী পয়লা জানুয়ারি থেকে ১৫ দিনব্যাপী এক কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার।

দিল্লির মুখ্যমন্ত্রী আরভিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় একদিন জোড় সংখ্যার রেজিস্ট্রেশন নম্বরধারী এবং অন্যদিন বিজোড় সংখ্যার রেজিস্ট্রেশন নম্বরধারী গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে।

অবশ্য, পাবলিক বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মোটর সাইকেল, নারী-চালিত গাড়ি ও সরকারি গাড়ি এ নিয়মের বাইরে থাকবে।

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নগরবাসীর স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এই নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন। (জিনিয়া ওয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040