Web bengali.cri.cn   
সামরিক খাতে সহযোগিতা রুশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ: যৌথ বিবৃতি
  2015-12-25 16:37:51  cri
ডিসেম্বর ২৪: সামরিক প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা রুশ-ভারত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় প্রকাশিত রুশ-ভারত যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে এ যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনেও পুতিন দু'দেশের মধ্যে সামরিক প্রযুক্তি খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'ব্রাহ্‌মোস' ক্ষেপণাস্ত্র সামরিক প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতারই ফল। তিনি জানান, রাশিয়া ভারতের জন্য অ্যান্টি-সাবমেরিন ক্ষেপণাস্ত্র উত্পাদন করবে এবং দেশটির সাথে যুদ্ধবিমান ও পরিবহনবিমান নিয়ে যৌথভাবে গবেষণা করবে। দু'দেশের মধ্যে নিয়মিত 'ইন্দ্র' নামক যৌথ সামরিক মহড়া আয়োজনের ব্যাপারেও দু'পক্ষ একমত হয়েছে বলেও তিনি জানান।

এসময় পুতিন উল্লেখ করেন, রাশিয়ার সাহায্যে নির্মিত 'কুদানকুলাম পারমাণবিক বিদ্যুতকেন্দ্র'-এর একটি ইউনিট ২০১৪ সালের জুন মাস থেকেই উত্পাদন শুরু করেছে। দ্বিতীয় ইউনিট আগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্পাদন শুরু করবে।

সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদি মস্কোয় তার এবারের সংক্ষিপ্ত সফরকে 'ফলপ্রসূ' আখ্যায়িত করে বলেন, দু'দেশ সন্ত্রাস দমন নিয়ে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040