Web bengali.cri.cn   
বাংলাদেশে পৌর নির্বাচনে ৩৫ ভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ
  2015-12-25 16:11:54  cri
ডিসেম্বর ২৫ : বাংলাদেশের নির্বাচন কমিশন সারাদেশের ২৩৩টি পৌরসভার ৩ হাজার ৪০৩টি কেন্দ্রের মধ্যে প্রায় ১২'শ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যা মোট ভোট কেন্দ্রের প্রায় ৩৫ শতাংশ।

নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে,ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার ভোট কেন্দ্রে ভোটগ্রহণের আগে থেকে নির্বাচনের পরেও সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা যায়,সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে খুলনা বিভাগে। এই বিভাগের ৪৭১টি কেন্দ্রের মধ্যে ১৯৫টিই ঝুঁকিপূর্ণ। এরপরই রংপুর বিভাগের অবস্থান। এই বিভাগের ৩০৪ কেন্দ্রের মধ্যে ১১৮টি ঝুঁকিপূর্ণ। ঢাকা বিভাগে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৯১টির মধ্যে ৩৪৮টি।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের ২৩৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040