Web bengali.cri.cn   
পাকিস্তানকে সাড়ে ৩ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক
  2015-12-25 15:15:24  cri
ডিসেম্বর ২৫: ইন্দুস নদীর জলসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে সহায়তা করতে পাকিস্তানকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক। এই ঋণ পরিশোধের মেয়াদ ২৫ বছর। সম্প্রতি বিশ্ব ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার পাকিস্তানের 'দ্যা এক্সপ্রেস ট্রিবিউন' সূত্রে এ খবর জানা গেছে।

বিশ্বে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবের দিক থেকে সর্বোচ্চ দেশগুলোর অন্যতম পাকিস্তান। দেশটি পানি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য ব্যাপকমাত্রায় হিমালয় ও কারাকোরাম পর্বতের জলসম্পদের ওপর নির্ভর করে। তাই ইন্দুস নদীর জলসম্পদ ব্যবস্থাপনা পাকিস্তানের অর্থনীতি ও স্থায়ী উন্নয়নের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এ সব ঋণ বিস্তারিতভাবে ইন্দুস নদীর অববাহিকা এলাকার অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হবে বলে জানা গেছে। (ওয়াং হাইমান/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040