Web bengali.cri.cn   
সিরিয়া সংকট সমাধানে একমাত্র উপায় সংলাপ: চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2015-12-25 14:39:16  cri
ডিসেম্বর ২৫ : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সিরিয়ার বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায় হচ্ছে সংলাপে বসা। সংলাপ ছাড়া এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার পেইচিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং ই এবং সিরিয়ার উপপ্রধান ,পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম যৌথভাবে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে ওয়াং ই বলেন, সিরিয়া সংকটে চীনের অবস্থান হচ্ছে, চীন মনে করে সিরিয়া সংকট সমাধানের একমাত্র সঠিক উপায় হলো সংলাপ। শান্তিপূর্ণ আলোচনা সিরীয় রাষ্ট্র, জাতি ও জনগণের জন্য কল্যাণকর। এর ফলে চীনেরও উপকার হবে। কারণ চীনের সার্বিক উন্নয়নে শান্ত ও স্থিতিশীল মধ্য এশিয়া জরুরী।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার ভবিষত্য ,রাষ্ট্র ব্যবস্থা ও নেতা নির্বাচন করবে সিরিয়ার জনগণ। এ সব ব্যাপারে বাছাই ও সিদ্ধান্ত নেবে তারাই। এটা হচ্ছে চীনের নীতি ও অবস্থান। সিরিয়ার জনগণ চান যুদ্ধ শেষ হোক। শান্তিময় ও স্থিতিশিল জীবন চান তারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ব্যাপারে সহযোগীতা করা উচিত। (আকাশ/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040