Web bengali.cri.cn   
আমাকে ভালোবেসো না' নামের সিরিয়ালের গানগুলো
  2015-12-24 16:25:15  cri


প্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

আপনারা প্রস্তুত আছেন তো? চলুন, তাহলে উপভোগ করা যাক আজকের গানগুলো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'স্নিগ্ধ দুটো চোখ'।

প্রিয় শ্রোতা, 'স্নিগ্ধ দুটো চোখ' নামের গানটি 'আমাকে ভালোবেসো না' নামের একটি সিরিয়ালের গান।

'আমাকে ভালোবেসো না' নামের সিরিয়ালটি ২০০৬ সালে মুক্তি পায়। এ সিরিয়ালে এক মেয়ে জীবনের শেষ একশ দিন নিজের ইচ্ছেমতো কি ভাবে জীবন-যাপন করেন তাই উপস্থাপন করা হয়েছে।

ফেই ইয়াং নামে এই মেয়েটির পারিবারিক একটি জেনেটিক ইতিহাস আছে। সেই জেনেটিক ইতিহাসের প্রভাব পড়ে তার নিজের জীবনেও। হঠাত্ একদিন চিকিত্সক ঘোষণা করেন ফেই ইয়াং শুধু মাত্র একশ' দিন বাঁচবে। তার বাবাও জেনেটিক কারণেই মারা গিয়েছিলেন। ফেই ইয়াং জেনেটিক রোগে আক্রান্ত হওয়ায় তার মামা তার বাবার মৃত্যুর কারণ ফেই ইয়াংকে বলেন নি।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন তার শিরোনাম 'তোমার প্রতি ভালোবাসা পরিবর্তন হবে না'।

জীবনকে রহস্য হিসেবে মনে করেন ফেই ইয়াং। তাই জীবনের বাকি একশ দিন তিনি আরও ভালোভাবে বাঁচার সিদ্ধান্ত নেন। তিনি কারো কাছ থেকে বিদায় না নিয়ে একা একাই শাংহাই শহরে চলে যান। তিনি চান এ বিশ্বের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কোনো ভয় পাবেন না। বরং জীবনের শেষ সময়গুলো আন্তরিকতার সাথে পাশের লোকজনের সাথে মিশতে চান তিনি।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'সুখের সময়'।

শাংহাইয়ে ফেই ইয়াংয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সাথে পরিচয় হয়। তার নাম সু ফেং। তিনি একজন চিত্রশিল্পী। দু'জন দু'জনের প্রেমে পড়ে যান। কিন্তু শুধু একশ দিনের কম সময় বাচঁতে পাড়া ফেই ইয়াং তার ভালোবাসার মানুষটির মনে ব্যাথা দিতে চান না।

সু ফেংকে তিনি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেন এবং কোনো খবর না রেখেই কোথায় যেন চলে যান। দু'জনের মধ্যে এরপর কি আর দেখা হবে না!

সুপ্রিয় শ্রোতা, সিরিয়ালটি খুব সুন্দর, তাই না। সিরিয়ালটির সমাপ্তি জানতে চাইলে ওয়েবসাইট থেকে এ সিরিয়ালটি দেখতে নিতে পারেন।

শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি সিরিয়ালের গান।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'তোমার জন্য সব সময় শুভ কামনা'।

'তোমার জন্য সব সময় শুভ কামনা' শিরোনামের গানটি 'ছিয়ান তুও তুও'র বিয়ে' নামে একটি সিরিয়ালের গান।

'ছিয়ান তুও তুও'র বিয়ে' সিরিয়ালটি ২০১১ সালে মুক্তি পায়। এতে ছিয়ান তুও তুও নামে এক সুন্দরী ও বুদ্ধিমান মেয়ের চাকরি, জীবনের দুর্দশা ও হতাশা কাটিয়ে ওঠার কাহিনী বর্ণনা করা হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'সৌন্দর্য'। ছিয়ান তুও তুও'র বয়স ৩০ বছর। তিনি একটি

মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করেন। কিন্তু পরিচালক পদে পদোন্নতি হওয়ার সময় অন্য একজন বিদেশী পরিচালক হয়ে যান। তার আর পদোন্নতি হয় না। হতাশ হয়ে পরেন তিনি।

সুপ্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'সত্যি এমনই হবে'?

অফিসের বিভিন্ন ঝামেলায় হতাশা হওয়া ছিয়ান তুও তুও একই সময় বিয়ের কথা বিবেচনা করতে বাধ্য হন। বয়স বেড়ে যাচ্ছে তাই বাবা-মা তাকে যত দ্রুত সম্ভব বিয়ে করার তাগিদ দিতে থাকেন।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন তার শিরোনাম 'তোমার জন্য আমি সব কিছু করতে চাই'।

কিন্তু ছিয়ান তুও তুও খুব স্বাধীন ও মানসিকভাবে শক্তিশালী নারী। ঠিক এখনই তিনি তার বাবা-মা'র কথামত বিয়ে করতে চান না। কি হবে তাহলে, দেখতে চাইলে সিরিয়ালটি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন সিরিয়ালটি।

সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজ 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।

এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040