Web bengali.cri.cn   
সঙ্গ দেওয়ার জন্য রোবট তৈরি করা হয়েছে
  2015-12-24 16:21:34  cri


জাপানি রোবট নির্মাতা প্রতিষ্ঠান এমজেআই রোবোটিক্স নতুন এক ধরনের রোবট তৈরি করছে। এ রোবট মূলত বয়োজ্যেষ্ঠদের সঙ্গ দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

৫ ইঞ্চি স্ক্রিন, বিল্টইন ক্যামেরা আর টেলিফোনের সুবিধাসম্পন্ন এই ডিম্বাকৃতির রোবটটি টোকিও'র 'ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশন'-এ প্রদর্শন করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

'মোর জয়ফুল ইনোভেশন' বা এমজেআই কমিউনিকেশন রোবটটির স্ক্রিনে ডিফল্ট হিসেবে আবেগপূর্ণ চোখ দেখানো হয়। সেই সঙ্গে স্ক্রিনটি ছবি, আবহাওয়া, খবর আর অন্যান্য তথ্যও জানিয়ে দেবে। এতে থাকছে বিল্টইন টেলিফোন সুবিধা। ২০১৬ সালে রোবটটি বাজারে আসার কথা।

তিন কেজি ওজনের রোবটটি আকারের অনেকটা বৈদ্যুতিক কেতলির সমান। এতে রাখা হয়েছে ওয়াই-ফাই আর ফোর জি এলটিই সংযোগ সুবিধা। সেই সঙ্গে মোশন-ট্র্যাকিং, ও ফেশিয়াল রিকগনিশন সুবিধার জন্য ক্যামেরাও দেওয়া হয়েছে।

কোনো ম্যানুয়াল ইনপুট ছাড়াই ওই রোবটটি মেসেজ আদান-প্রদান ও ফোন কল করতে পারবে। শিশুদের জন্য ভবিষ্যতে এতে শিক্ষামূলক উপকরণ ও গল্প বলার ফিচার এবং স্মার্ট-হাউস সংযোগ আনার পরিকল্পনা করছে এর নির্মাতারা।

জাপানের শীর্ষস্থানীয় বিপণন প্রতিষ্ঠান ডিএমএম-এর সঙ্গে জোট বেঁধে রোবটটি বানাচ্ছে এমজেআই রোবোটিক্স।

তবে এখন শুধু জাপানের বাজারের জন্য বানানো হলেও, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে রোবটটি বাজারজাত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। (ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040