Web bengali.cri.cn   
পেইচিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ভিয়েতনাম জাতীয় পরিষদের চেয়ারম্যান
  2015-12-24 16:11:26  cri

ডিসেম্বর ২৪: ভিয়েতনাম জাতীয় পরিষদ (এনএ)-এর চেয়ারম্যান নুইয়েন সিন হুং গতকাল (বুধবার) পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন। এসময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মত বিনিময় হয়।

বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, দু'দেশের যৌথ প্রচেষ্টায় দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হচ্ছে। এসময় তিনি তার সাম্প্রতিক ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে বলেন, তখন দু'দেশের অভিন্ন লক্ষ্যের কমিউনিট স্থাপন, 'এক অঞ্চল, এক পথ' কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দু'পক্ষ মতৈক্যে পৌঁছায়।

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট সি বলেন, দু'দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি সুসংহত করতে হবে, দ্বিপক্ষীয় সম্পর্কের বস্তুগত ভিত্তি দৃঢ়তর করতে হবে, এবং যথাযথ উপায়ে দু'পক্ষের মধ্যে বিদ্যমান মতভেদ নিরসন করতে হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম জাতীয় পরিষদের সাথে চীনের জাতীয় গণকংগ্রেসের বন্ধুত্বপূর্ণ বিনিময়ের প্রশংসা করে প্রেসিডেন্ট সি আরও বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস ও ভিয়েতনামের জাতীয় পরিষদ নিজ নিজ দেশের জন্য সমাজতান্ত্রিক আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দু'পক্ষ বিভিন্ন পর্যায়ের বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে এবং প্রশাসন ও আইন প্রণয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠককালে নুইয়েন বলেন, তাঁর দেশের পার্টি, সরকার, ও জনগণ চীনের সাথে ঐতিহ্যবাহী মৈত্রীকে অনেক গুরুত্ব দেয়। তার দেশ চীনের সাথে অর্থনীতি, সংস্কৃতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040