Web bengali.cri.cn   
ইয়েমেনকে শান্তি বৈঠকে বসার আহবান নিরাপত্তা পরিষদের
  2015-12-24 11:15:10  cri

ডিসেম্বর ২৪: শত্রুতামূলক অবস্থান পরিসমাপ্তি করার জন্য ইয়েমেনের বিভিন্ন পক্ষের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এছাড়াও দেশটিতে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষকে ২০১৬ সালের জানুয়ারিতে শান্তি বৈঠকে পুনরায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের পক্ষে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি অনুযায়ী, তাত্ক্ষণিকভাবে শত্রুতামূলক অবস্থান শেষ করা এবং সর্বাধিক মাত্রায় সংযম অবলম্বন করা উচিত্ ইয়েমেনের বিভিন্ন পক্ষের। যত দ্রুতসম্ভব বন্দীদের মুক্তি দেওয়া এবং আস্থা পুনর্গঠনে বিভিন্ন পক্ষকে মতৈক্যে পৌঁছানোর আহবান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের জন্য কোন শর্ত দেওয়া হবে না। সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সহিংসতার মাধ্যমে বৈঠকে অংশগ্রহণকারীদের ভয় দেখানোর তত্পরতার তীব্র নিন্দা করে নিরাপত্তা পরিষদ।

উল্লেখ্য, জাতিসংঘের মধ্যস্থতায় গত ১৫ ডিসেম্বর সুইজারল্যান্ডে ইয়েমেনে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষ শান্তি বৈঠকে বসেছিলো। এ বৈঠকে ৭ দিনব্যাপী একটি অস্থায়ী যুদ্ধবিরতি বলবত্ হয়। তবে একদিন পরই ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি সশস্ত্র যোদ্ধাদের মধ্যে আবার গুলি বিনিময় হয়।(শিশির/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040