Web bengali.cri.cn   
বাংলাদেশে বছরের প্রথমদিন পাঠ্যপুস্তক উত্সব
  2015-12-24 10:47:12  cri
ডিসেম্বর ২৪ : বাংলাদেশে এবারো নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উত্সব পালন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ও এ দিন বিনামূল্যের পাঠ্যপুস্তক উত্সব দিবস পালন করবে।

জানা গেছে, ১ জানুয়ারি সকাল নয়টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে দিবসের উদ্বোধন করবেন দেশটির শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ দিন শুক্রবার হলেও সারাদেশের শিক্ষার্থীদের বই বিতরণের জন্য স্কুল খোলা থাকবে। তবে কোনো ক্লাস হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ওই দিন সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উত্সব পালন করা হবে।

আগামী শিক্ষা বর্ষে প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীর জন্য ১৬ কোটি ৩০ লাখ ৪ হাজার ৩৭৩ টি বই বিতরণ করা হবে। সব মিলে বই ছাপা হচ্ছে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040