yinyue
|
আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকার সাথে পরিচয় করিয়ে দেবো। তার নাম 'থিয়ান ফু চেন'। এছাড়াও এই শিল্পীর একটি ইংরেজি নামও রয়েছে 'Hebe'। এ নামেই তিনি বেশি পরিচিত।
বন্ধুরা, Hebe ১৯৮৩ সালের ৩০ মার্চ তাইওয়ান প্রদেশের সিন চু শহরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ভালো পারফরমেন্সের জন্য তাইওয়ানের একটি সঙ্গীত কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন তিনি। এ কোম্পানির উদ্যোগে Hebe অন্য দু'জন নারী কণ্ঠশিল্পীকে নিয়ে 'SHE' নামে একটি গানের দল গঠন করেন। মূলত তখন থেকেই 'থিয়ান ফু চেয়েন' 'Hebe' নামে সবার কাছে পরিচিত হন।
এক বছর প্রশিক্ষণের পর ২০০১ সালে 'SHE'র প্রথম অ্যালবাম 'মেয়েদের হোস্টেল' প্রকাশিত হয়। এই অ্যালবাম অনেক জনপ্রিয় হয়। পরের এক দশক 'SHE' বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সঙ্গীত পুরস্কার পায় দলটি। শুধু তাইওয়ানই নয়, সারা চীনে এমন কি পূর্ব এশিয়ায় দলটি খুবই জনপ্রিয়। বলা হয় এশিয়ার শ্রেষ্ঠ সঙ্গীত দলের অন্যতম 'SHE'। 'SHE'-র সদস্য হিসেবে অনেক ভক্ত Hebe কে বেশ পছন্দ করেন।
প্রিয় শ্রোতা, এখন আমরা Hebe-র গাওয়া একটি গান শুনবো। এ গানের নাম 'নিরিবিলি থাকলে ভালো হবো'। এ গানে বলা হয়েছে, প্রেম ভেঙ্গে গেলে খুব কষ্ট হয়। কাউকে তা বলাও যায় না। আসলে কোনো কোনো সময় জীবনের দুঃখ ও জটিলতা নিজেকেই মুখ বন্ধ করে সহ্য করতে হয়। একা একা অতিক্রম করতে হয় বেদনায় ভরা সময়। অবশ্য এর ফলে মন আরো শক্তিশালী হয়।
সুপ্রিয় বন্ধুরা, ২০১০ সাল থেকে 'SHE' দলটি অনুষ্ঠান করার পাশাপাশি Hebe তার সত্যি নাম থিয়ান ফু চেয়েন দিয়ে এককভাবে গান গাইতে শুরু করেন। ২০১০ সালে তিনি তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'To Hebe' প্রকাশ করেন। নিজের দলের বাইরে একজন ব্যক্তিগত গায়িকা হিসেবে তার অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরের বছর তিনি তার দ্বিতীয় অ্যালবাম 'My love' প্রকাশ করেন। এ দুই অ্যালবামের জন্য Hebe ২৩তম 'তাইওয়ান গোল্ডেন সুর পুরস্কার'-এ শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। এখন আমরা 'My love' অ্যালবাম থেকে একটি সুন্দর গান শুনবো। এ গানের নাম 'তোমাকে খুশি হবে'।
এ গানে বলা হয়েছে, বিচ্ছেদ হবার পর আমি আন্তরিকভাবে কামনা করি তুমি খুশি থাকো। তুমি আর অন্য কাউকে কাঁদিয়ে যেও না। তোমার সব ভুল আমার কাছেই রেখে দাও। আগামীকাল নতুন জীবন শুরু করবে তুমি।
শ্রোতা, এখন আমরা এ অ্যালবামের অন্য একটি গান শুনি। এ গানের নাম 'দেবদূত ও শয়তান'।
এ গানে বলা হয়েছে, প্রেমে পড়লে কোনো লোক দেবদূতের মত তোমাকে আনন্দ দেবে। কোনো লোক দেবে শয়তানের মত দুঃখ। মেয়ে, তুমি তো এক শয়তান ছেলেকে ভালোবেসেছো। ছেলেটিকে শয়তান জেনেও তার প্রেম থেকে নিজেকে মুক্ত করতে অক্ষম তুমি।
Hebe-র কণ্ঠে গাওয়া এ গানটি বেশ আকর্ষণীয় শুনতে। চলুন, এখন গানটি শুনি আমরা।
২০১৩ সালে Hebe তার তৃতীয় অ্যালবাম 'তুচ্ছ' প্রকাশ করেন। ২৫তম তাইওয়ান গোল্ডেন সুর পুরস্কারের শ্রেষ্ঠ অ্যালবাম হিসেবে পুরস্কার পায় এ অ্যালবাম।
এখন আমরা 'তুচ্ছ' শিরোনামে এই অ্যালবামের থিম সংগীতটি শুনবো। পোল্যান্ডের কবি ওয়াসলাওয়া সামব্রোসকা'র কবিতা 'ছোট্ট তারার নিচে' থেকে এই গানের অনুপ্রেরণা এসেছে। ধ্যান ও আত্মদর্শন গানটির মূল থিম। এ গানটিতে প্রকাশিত হয়েছে মহাশূন্যের প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির প্রতি আকর্ষণ।
এ গানে বলা হয়েছে, আসলে মহাশূন্য ও প্রকৃতি অনুসন্ধানের কাজে আমরা ভীষণ তুচ্ছ। ভালোবাসা, ঘৃণা জৈবদেহ, আত্মা ও পৃথিবীর সবকিছুর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। ভজনের মত এই গান শুনে আশা করি আপনারা শান্তি পাবেন।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের পরের গানের নাম 'খাঁচা'। এ গানে বর্নণা করা হয়েছে প্রেমের জালে বন্দি একটি মেয়ের কথা। ফুটে উঠেছে তার হৃদয়ের বেদনার চিত্র।
এ গানের কথা এমন, খাঁচায় বন্দি পাখির মত আমি তোমার কাছে থাকি/আকাশ যে বড় আমি তা ভুলে গেছি/যদি তোমাকে ছেড়ে যাই/তাহলে আর কার উপর নির্ভর করবো জানি না/খাঁচায় বন্দি পাখির মত আমি তোমার কাছে থাকি/যে ভালোবাসা পেয়েছি তা দিন দিন কমে যাচ্ছে/তুমি অন্যকে উষ্ণ হাসি উপহার দাও/কিন্তু আমি তোমার আলিঙ্গন পেতে পারি না......
সুপ্রিয় শ্রোতা, এখন আমরা আলাদা স্টাইলের একটি গান শুনবো। এ গানের নাম 'ইচ্ছে মত জীবন-যাপন'। আসলে এ গানে বলা হয়েছে, এই জটিল পৃথিবীতে কারো সাথে মিলেমিশে থাকার সময় কোনটি ঠিক বা কোনটি ভুল তা এত খেয়াল করো না। বরং মাতাল হওয়ার মত নিজের ইচ্ছা অনুসারে জীবন-যাপন করবে। এতে অন্য এক ধরনের মুক্তি ও আনন্দ পাবে।
অনুষ্ঠানের শেষে Hebe-র গাওয়া 'ছোট্ট সৌভাগ্য' নামের গানটি শুনবো। এই গানটি গত মাসে চীনে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'আমার কিশোরি বেলা'-এর থিম গান। এ সিনেমায় শিক্ষার্থীদের জীবনের রোমান্টিক ও মুগ্ধ প্রেমের গল্প উপস্থাপন করা হয়েছে। সৌভাগ্য এবং প্রথম ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।
'আমার কিশোরি বেলা' সিনেমার এ গানটি অনেক জনপ্রিয় ও প্রশংসা পেয়েছে। Hebe-র গাওয়া 'ছোট্ট সৌভাগ্য' এ বছর তাইওয়ান গোল্ডেন হর্স পুরস্কারে 'শ্রেষ্ঠ চলচ্চিত্রের গানে'র মনোনয়ন পেয়েছে। উষ্ণ ও রোমান্টিক এই গানটি আমি অনেক পছন্দ করি। আশা করি আপনাদেরও এ গানটি ভীষণ পছন্দ হবে।
(তুহিনা/মান্না)