Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়ন সূচকে অগ্রগতি দেড় গুণ
  2015-12-23 15:00:54  cri
ডিসেম্বর ২৩ : গত তিন দশকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। তবে সে উন্নতি বড় অংশের মানুষকে পাশ কাটিয়ে গেছে। অর্থনীতির আকার বেড়ে প্রায় তিন গুণ হলেও মানব উন্নতির সূচকে অগ্রগতি হয়েছে দেড় গুণ। এখনও অনেক মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও লিঙ্গ সমতার বাইরে রয়ে গেছে।

মঙ্গলবার বাংলাদেশে 'দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়ন-২০১৫' শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি তৈরি করেছে 'মাহবুব উল হক হিউম্যান ডেভ্ল্পেমন্ট সেন্টার'।

প্রতিবেদনের এবারের শিরোনাম 'অর্থনীতি ও মানুষ'। প্রতিবেদনে ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ও মানুষের জীবনমানের উন্নতির তুলনামূলক পর্যালোচনা করা হয়। এতে বলা হয়,১৯৮০ সালে এ অঞ্চলের মানুষের মাথাপিছু আয় ছিল ২৯৯ ডলার। ২০১০ সালে তা তিন গুণেরও বেশি বেড়ে হয়েছে ৯৪০ ডলার। মানব উন্নয়ন সূচকে পয়েন্ট ০.৩৬৫ থেকে বেড়ে হয়েছে ০.৫৬২। অর্থাত্ আয় বাড়লেও সে হারে মানুষের জীবনমানের উন্নতি হয়নি।

অনুষ্ঠানে বক্তারা বলেন,কোনো দেশের অর্থনৈতিক উন্নতি আর মানব উন্নয়ন এক কথা নয়। অর্থনৈতিক উন্নতি মানব উন্নয়নের একটি মাধ্যম। কিন্তু অর্থনৈতিক উন্নতি সবসময় মানব উন্নয়ন নিশ্চিত করে না। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040