Web bengali.cri.cn   
নতুন বছর ইউক্রেনে যুদ্ধবিরতিতে মতৈক্য
  2015-12-23 11:13:21  cri
ডিসেম্বর ২৩: নতুন বছর ইউক্রেন সংকট নিরসনে যুদ্ধবিরতির জন্য মতৈক্যে পৌঁছেছে তিন পক্ষ। গতকাল (মঙ্গলবার) ওএসসিই, রাশিয়া ও ইউক্রেন মিনস্কে চলতি বছরের চূড়ান্ত বৈঠকে মিলিত হয়ে এই মতৈক্যে পৌঁছায় ।

এ সময় তিন পক্ষ সিদ্ধান্ত নেয়, এ দিন বেলা বারোটা থেকে পুরোপুরি যুদ্ধবিরতি করা হবে। একই দিন মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর জারি করা অবরোধ আরও কঠোর করেছে। যাতে ইউক্রেন সংকট নিরসনে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা যায়।

ওএসসিই'র বিশেষ দূত মার্টিন সাজডিক বৈঠকের পর সংবাদ মাধ্যমকে জানান, তিন পক্ষ এ দিন বেলা বারোটা থেকে পুরোপুরি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। যাতে করে জনগণ সুষ্ঠভাবে নতুন বছর উদযাপন করতে পারে। গত সেপ্টেম্বরের প্রথম দিক থেকে মোটামুটিভাবে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে বলেও তিনি মত প্রকাশ করেন।

২০১৫ সালের কার্যক্রম সম্পর্কে মার্টিন সাজডিক বলেন, সর্বপ্রথম ১২টি অঞ্চলে ৮০জন অবৈধভাবে বন্দী হওয়া লোককে মুক্তি দেওয়া হবে। এছাড়া সংঘর্ষ কবলিত অঞ্চলে মানবিক ত্রাণসাহায্য জোরদার করা হবে।

এদিকে একই দিন মার্কিন অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে রাশিয়ার চার ব্যক্তি ও ১০টি কোম্পানির ওপর অবরোধ জোরদারের ঘোষণা দেওয়া হয়েছে। এ অবরোধের সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপ প্রয়োগের প্রতিজ্ঞা প্রকাশ করেছে বলে জানান, অর্থমন্ত্রণালয়ের বৈদেশিক পুঁজি নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক। (ওয়াং তান হোং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040